।। প্রথম কলকাতা ।।
পেরিয়ে গিয়েছে প্রায় ৪১ টা বছর। ‘খারিজ’ ফিরছে ‘পালান’ হয়ে। নতুন রূপে, নতুন ভাবে। মিলটা তাহলে কোথায়? উত্তর দিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি। তাঁর কথায়, চরিত্র নামও এক রয়েছে। সময় বদলে গেছে। কিন্তু বদলায়নি সমস্যা। ‘পালান’ সম্পূর্ণ আলাদা একটা ছবি। যেটা প্রমাণ করার চেষ্টা করে, সময় বদলে গেলেও মধ্যবিত্তের সব থেকে বড় মূলধন আত্মমর্যাদা। সেটা কিন্তু বদলায় না। যেটা রাজনীতি কিংবা সামাজিক কারণে বারংবার বিঘ্নিত হয়। সেই আত্মমর্যাদার লড়াই কিংবা যুদ্ধের গল্প দেখতে পাবেন পালানে। ছবিটি বলবে মানুষের মনের ভিতরে থাকা সম্মানের কথা। সমাজের বিভিন্ন বোধের কথা।
ছবিটিতে কোন গান নেই। শুধুমাত্র একটা প্রমোশনাল গান রয়েছে। গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানটি পালানের গল্প থেকে শুরু করে প্রত্যেক চরিত্রের সঙ্গে ওতপ্রোত ভাবে সম্পৃক্ত। ছবিটি মুক্তি পাবে আগামী ২২শে সেপ্টেম্বর। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। এই প্রথম তিনি কৌশিক গাঙ্গুলির কোন ছবিতে অভিনয় করছেন। পামনেকাজ করতে পেরে অভিনেত্রী ভীষণ খুশি, খুবই গর্বিত। অভিনেত্রীর কথায়, পালান এমনই একটি ছবি যেখানে শ্যুট চলাকালীন মনে হয়নি, কোন গানের প্রয়োজন রয়েছে। ছবিটি অভিনেত্রীর কাছে বড় প্রাপ্তি।
১৯৮২ সালে রমাপদ চৌধুরীর উপন্যাসকে ভিত্তি করে তৈরি মুক্তি পেয়েছিল ‘খারিজ’। নেপথ্যের কান্ডারী ছিলেন মৃণাল সেন। মৃণাল সেনের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য কৌশিক গাঙ্গুলীর ছবি ‘পালান’। গত মে মাসে ছবিটির প্রথম লুক প্রকাশ্যে আসে। তারপর স্বাধীনতা দিবসে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ছবিটি তৈরি হয়েছে প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডের যৌথ প্রযোজনায়। খারিজে যে চরিত্রগুলো দেখতে পেয়েছিলেন, এখানেও তাদেরকেই দেখতে পাবেন। মমতা শঙ্কর থেকে শুরু করে অঞ্জন দত্ত। পাশাপাশি রয়েছে প্রচুর নতুন চরিত্র। একদিকে রয়েছে খারিজের স্মৃতিচারণ, অপরদিকে রয়েছে সমকালীন সময়ের ছাপ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম