।। প্রথম কলকাতা ।।
Jalpaiguri Mortar Shell Explodes: তিস্তায় ভেসে এসেছিল সেনার মর্টার শেল। দেখে বুঝতে পারেনি কেউ। আগ্রহের বশে কুড়োতে গিয়ে বোমা ফেটে কেলেঙ্কারি! শুধু প্রকৃতির তাণ্ডব নয়! এ কোন বিপদের খাঁড়া নেমে এল বাংলার এই জেলায়? সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির কারণে তিস্তায় হড়পা বান আসে। বানের জলে অনেক অস্ত্র ও গোলাবারুদ ভেসে গেছে। আর তা থেকেই বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির চাঁপাডাঙায় বিপত্তি।
সেইরকমই একটি মর্টার শেল ভেসে এসেছিল তিস্তার জলে। সেই মর্টার শেল দেখতে পেয়ে বাড়ি নিয়ে গিয়েছিলেন স্থানীয় এক ব্যক্তি। সেই মর্টারটিই আচমকা তীব্র শব্দে ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হন একই পরিবারের আরও ৫ জন। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তবিবর রহমানের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যে ছজন গুরুতর জখম হয়েছেন তাঁদের নাম আইনুর আলম, লাকু আলম, তসমিরা বেগম, রমজান আলি, লতিফা খাতুন, গোমের আলি।
মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত সিকিম। বুধবার গোটা দিন জুড়ে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। ভেসে গিয়েছে প্রচুর সেনা ছাউনি। সেই তিস্তার জলে পাহাড় থেকে সমতলে ভেসে আসে আসবাবপত্র, গ্যাস সিলিন্ডার, মর্টার শেল, গাছের গুঁড়ি সহ অনেক কিছু। সমতলের তিস্তা নদী তীরবর্তী এলাকার অনেকেই সেই গাছের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার, সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আর সেরকম একটি মর্টার শেলের ভিতরে কী রয়েছে তা দেখতে গিয়ে কেলেঙ্কারি হয় ঘটে। সিকিমের সেনা ছাউনির মর্টার শেল ভেসে এসেছিল বলেই মনে করছে জেলা পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম