।। প্রথম কলকাতা ।।
Railway Recruitment: সমগ্র দেশ তথা বিভিন্ন রাজ্যের আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় রেলে চাকরির সুযোগ। কয়েক হাজার শূন্য পদ তৈরি হয়েছে দক্ষিণ মধ্য রেলে। আর সেই পদগুলিতে কর্মী নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে বাছাই করা চাকরিপ্রার্থীদের ট্রেনিং চলাকালীন তাদেরকে প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। যারা এই শূন্য পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাঁরা অবশ্যই এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন প্রতিবেদন থেকে।
পদের নাম: অ্যাপ্রেন্টিস
যে ট্রেড এ নিয়োগ করা হবে: এসি মেকানিক, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, ডিজেল মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, পেইন্টার, মেশিনিস্ট, মিল রাইট মেন্টেন্যান্স, ওয়েল্ডার
বয়স সীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৫ বছর থেকে শুরু করে ২৪ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি এবং ওবিসি শ্রেণী ভুক্ত চাকরিপ্রার্থীদেরকে পাঁচ থেকে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন: নির্বাচিত অ্যাপ্রেন্টিসদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী প্রতি মাসে টাইপেন্ড দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন। আর তারপর নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে রাজ্য কিংবা কেন্দ্রের যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে ৫০ শতাংশ নম্বর নিয়ে। এছাড়াও আইটিআই কোর্স উত্তীর্ণ হতে হবে।
মোট শূন্য পদ: ৪১০৩
নির্বাচন পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা , সংশ্লিষ্ট ট্রেড টেস্ট এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে আবেদনকারী চাকরিপ্রার্থীদেরকে শূন্য পদগুলির জন্য নির্বাচন করা হবে।
আবেদন ফি: অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। কিন্তু যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি ও মহিলা আবেদনকারী তাদের কোন রকম ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়া:
১. আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইটে (www.scr.indianrailways.gov.in) গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
২. সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩. রেজিস্ট্রেশন করার পর যে আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে তা দিয়ে লগইন করতে হবে।
৪. আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে নিখুঁতভাবে। আর তারপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে তার সঙ্গে জুড়ে দিতে হবে। কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে আবেদন পত্রটি।
আবেদন শেষের তারিখ: ২৯-০১-২০২৩
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম