।। প্রথম কলকাতা।।
Henna Farming: ভারতীয়দের মধ্যে মেহেন্দির প্রচলন অনেক বেশি। কারণ চুলের রঙ ধরে রাখা থেকে শুরু করে হাতের কারুকার্য সবকিছুতেই দারুন ভাবে কাজে লাগানো হয় হেনাকে যাকে মেহেন্দিও ( Henna) বলা হয়ে থাকে। ভারতের বহু রাজ্যে বর্তমানে বেশ রমরমিয়ে হেনা চাষ চলছে। কৃষকরা এই হেনা চাষে মুনাফা দেখতে পেয়েছেন। যার কারণে ক্রমশ তাদের এই চাষের প্রতি বাড়ছে আগ্রহ। তার থেকেও বড় যে বিষয়টি কৃষকদেরকে হেনা চাষের দিকে ক্রমশ আকৃষ্ট করছে তা হল কম বিনিয়োগ এবং তুলনামূলকভাবে বেশি মুনাফা ( Profit)।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে সঠিক পদ্ধতিতে চাষ করা যায় হেনা বা মেহেন্দি:
* উপযুক্ত জলবায়ু : হেনা চাষ করার জন্য সবথেকে উপযোগী মাটি হল বেলে মাটি । তবে বেলে মাটি ছাড়াও বিকল্প হিসেবে এই চাষের জন্য ব্যবহার করা যেতে পারে পাথুরে, লবণাক্ত , ক্ষারীয় মাটি । জমির পিএইচ এর মান থাকতে হবে ৭.৫ থেকে ৮.৫ এর মধ্যে। আর কৃষকদের সবসময় মাথায় রাখতে হবে মেহেন্দি গাছ কিন্তু শুষ্ক ( Dry) এবং গ্রীষ্মকালের জলবায়ুতে সবথেকে ভালো জন্মায়।
* উপযুক্ত সময় : কখন আপনি জমিতে মেহেন্দি গাছের চারা বপন করবেন এটা একটা বড় প্রশ্ন। সঠিক সময় না জানলে চাষের ফল তেমন ভালো মেলে না । তাই মেহেন্দি বা হেনা চাষ করার জন্য উপযুক্ত সময় বলা হয় ফেব্রুয়ারি এবং মার্চ মাসকে । এক্ষেত্রে আপনি জমিতে সরাসরি বীজ বপন করার সুযোগ পাবেন । এছাড়াও চারা গাছ রোপণ করে চাষ করা যেতে পারে মেহেন্দি। তবে যখন জমিতে মেহেন্দি চাষ করা হবে তার আগে অবশ্যই অপ্রয়োজনীয় আগাছা উপড়ে ফেলে দিতে হবে।
* লাভের পরিমাণ: বাজারে কখনও মেহেন্দির চাহিদা কমে যাওয়ার মত সমস্যার সৃষ্টি হবে না । কারণ প্রত্যেক মরশুমে প্রত্যেক সময় এই মেহেন্দির চাহিদা বেশ থাকে। আর যদি কৃষকরা এই মেহেন্দি সরাসরি কোম্পানি গুলির কাছে বিক্রি করতে পারেন তাহলে তাদের মুনাফা অর্জন করার পরিমান আরও খানিকটা বেশি হয়ে যায়। এতে কৃষকরাও বাজার দর খুব ভালোভাবে বুঝতে পারেন। মেহেন্দির ফসল নষ্ট হওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না । যে জমিতে মেহেন্দি চাষ করা হবে সেই জমিতে গবাদি পশুর উপদ্রব খুব একটা দেখা যায় না । কারণ মেহেন্দি গাছের কিছু ঔষধি গুন এবং একটা ঔষুধি গন্ধ রয়েছে। তাই গবাদি পশুরাও মেহেদির ফল খায় না। তাই এদিক থেকে কৃষকদের ক্ষতি হওয়ার কোনরকম আশঙ্কাই নেই। মোটের উপর মেহেন্দি চাষ কৃষকদের কাছে বড় লাভজনক হিসেবেই প্রমাণিত হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম