।। প্রথম কলকাতা ।।
Morbi Bridge Collapse: গুজরাটের মোরবিতে সেতু ভেঙে প্রাণ গিয়েছিল ১৪০ জনের। আজও সেই দুর্বিষহ ঘটনার কথা মনে পড়লে, গা শিউরে ওঠে। গত মাসের শেষের দিকে ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনাটি। যার তদন্ত চলছে। দুর্ঘটনার পর একাধিক তথ্য সামনে এসেছে। আপাতত এই মামলা চলছে গুজরাট হাইকোর্টে। এবার সোমবার মোরবি সেতু বিপর্যয়ের ঘটনাকে ‘দুঃখজনক’ বলে জানাল সুপ্রিম কোর্ট। হাইকোর্টকে গোটা ঘটনার তদন্তের গতি-প্রকৃতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ জানিয়েছে, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে এবং একাধিক নির্দেশ দিয়েছে। তাই এই নিয়ে আর কোনও আবেদন নতুন করে শোনা হবে না’। তবে আদালতের পক্ষ থেকে মামলাকারীকে জানানো হয়েছে যে, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে জনস্বার্থ মামলার আবেদন করতে পারেন এবং স্বাধীন তদন্তের দাবি জানাতে পারেন।
উল্লেখ্য, মোরবির সেতু বিপর্যয়ের ঘটনায় তদন্ত সুনিশ্চিত করতে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল মামলা। আর সোমবার এই মর্মেই মন্তব্য করেছে আদালত। এক কথায় এই মুহূর্তে হাইকোর্টের বিচার প্রক্রিয়ার উপরেই ভরসা রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি মাসের শুরুতেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে গুজরাট হাইকোর্ট। তারপর ১০ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল। হাইকোর্টে হলফনামা জমা দিয়ে দুর্ঘটনার দায় স্বীকার করে নিয়েছে স্থানীয় পুরসভা। প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপরে ব্রিটিশ আমলের একটি কেবল সেতু ভেঙে পড়ে। যাঁরা সেই মুহূর্তে ব্রিজের উপর ছিলেন, তাঁরা হুড়মুড়িয়ে পড়ে যান নদীতে। প্রায় ৫০০ জনের কাছাকাছি সেই সময় ব্রিজের উপর উপস্থিত ছিলেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুজরাটের মুখ্যমন্ত্রী সবাই। রাতভর অভিযান চালিয়ে ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছিল। আহত ও নিহতদের ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছিল। এখনও এই ঘটনায় তদন্ত চলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম