।। প্রথম কলকাতা।।
Narendra modi: মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়ের ফলে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের চার রাজ্যের মধ্যে তেলাঙ্গানা ছাড়া বাকি তিন রাজ্যে জয় হাসিল করেছে বিজেপি। ছত্তীসগঢ় এবং রাজস্থানে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। তেলেঙ্গানায় জয় না পেলেও, অনেকটা ভালো ফল করেছে গতবারের তুলনায়। ২০১৮ সালে যেখানে বিজেপি মাত্র ১টি আসনে জিতেছিল। এইবার তারা তেলাঙ্গানায় ৮টি আসনে এগিয়ে রয়েছে। কারণ একটাই, এবারের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে কোনও মুখকে সামনে না-রেখেই ভোটের ময়দানে নেমেছিল বিজেপি ৷ প্রচারে গেরুয়া শিবিরের মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ৷
চার রাজ্যের বিধানসভা ফোটের ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজেপির জয়ের পর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, “আমরা জনতা জনার্দনকে প্রণাম করি। ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফলাফলই ইঙ্গিত দিচ্ছে, মানুষ ভাল সরকার ও উন্নয়নের পক্ষে। বিজেপির প্রধান লক্ষ্যই তাই। আমি এই রাজ্যবাসীদের ধন্যবাদ জানাতে চাই সমর্থনের জন্য। আমরা তিন রাজ্যে উন্নয়নের জন্য দিনরাত এক করে কাজ করব।” বিজেপির কর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “কঠিন পরিশ্রম করে যারা এই ফল এনে দিলেন, সেই কর্মীদেরও ধন্যবাদ। প্রত্যেকেই উদাহরণ হয়ে থাকবেন। আমাদের কর্মসূচি ও অ্যাজেন্ডাগুলিকে সফল করে তুলেছেন।” অন্যদিকে, তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএসকে হারিয়ে কংগ্রেস জিতলেও সোশাল মিডিয়ায় তাঁর বার্তায় তেলেঙ্গানার মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
উল্লেখ্য, নির্বাচনী ফল নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া বিশ্লেষণ। তিন রাজ্যে গেরুয়া শিবিরের জয়ের কারণ কি , আশা থাকলেও প্রত্যাশাপূরণে কেন ব্যর্থ কংগ্রেস? চলছে এই প্রশ্ন উত্তর পর্ব। এই চার রাজ্যের ফলাফল সেমিফাইনাল , আগামী ফাইনাল অর্থাৎ লোকসভা নির্বাচনে কোন দল নজর করে সেটাই এখন দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম