।। প্রথম কলকাতা ।।
India Pakistan: POK নিয়ে শাহের হুঁশিয়ারিতে রেসপন্স কী পাকিস্তানের? প্রতিক্রিয়া জানাটা জরুরী তাহলে তো বুঝবেন খেলা শুরু। পাকিস্তান ভয় পেল নাকি রুখে দাঁড়াল কাশ্মীর বাঁচাতে? পিওকে কীভাবে গেছিল পাকিস্তানের কাছে জানা আছে আপনার? পাক অধিকৃত কাশ্মীর দখলে মোদীর এটা প্রথম ধাপ। এ কি পাকিস্তান ভয় পেয়ে গেল নাকি? যে কাশ্মীর নিয়ে এত বছর দাপিয়েছে পাকিস্তান এবার ব্যাকফায়ার হয়ে গেল পুরোটাই। পাকিস্তান কি ভারতের কাশ্মীর নেবে, ভারত পাল্টা দখল করবে পিওকে। আচ্ছা ইদানিং পাকিস্তানকে আর কাশ্মীর নিয়ে কথা বলে না কেন? মোদীর একের পর এক উত্থান দেখে থরহরিকম্প নাকি ISI? অমিত শাহ ভারতের সংসদের দাঁড়িয়ে পিওকে দখলের ব্লুপ্রিন্ট দিয়ে দেওয়ার পর সীমান্ত পেরিয়ে সেই খবর ইসলামাবাদের কানে পৌঁছতে খুব বেশি সময় লাগেনি। সেখানকার সরকার, সেনা ও গোয়েন্দা সংস্থা সর্বোপরি পাকিস্তানের জনতা কী বলছে এরপর? সত্যিই কি নেহরুর জন্যই পিওকে আজ পাকিস্তানের হাতে?
১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরও কাশ্মীর নিয়ে তখনও মীমাংসা হয়নি। কাশ্মীরের রাজা হরি সিং তখনও স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু হঠাত করে কাশ্মীরের ওপর আক্রমণ করে দেয় পাকিস্তানি ফোর্স। অবশ্য ফোর্স না বলে পাশতুন উপজাতি বাহিনী বললে বেটার। এরপরই মাউন্টব্যাটেনের প্রস্তাব মেনে ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে’ স্বাক্ষর করেন হরি সিং। এর ফলে জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়ে যায়। এই পরিস্থিতিতে শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ। এতদিন যে লড়াইয়ে পাশতুন বাহিনীর সঙ্গে লড়ছিল ‘জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট ফোর্সেস’ এবার সেই লড়াইয়ে অংশ নিল ভারতীয় সেনা। ১৯৪৭ সালের ২২ অক্টোবর শুরু হয় যুদ্ধ। চলেছিল ১ বছর ২ মাস ২ সপ্তাহ সময়কাল ধরে। পরে ১৯৪৯ সালের ৫ জানুয়ারি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। তার আগে ১৯৪৮ সালেই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত হয়ে যায়।
যুদ্ধবিরতির পর নিয়ন্ত্রণরেখা তৈরি হয়ে যায় কিন্তু জারি থেকে যায় বিতর্ক। পাক অধিকৃত কাশ্মীর আর পুনরুদ্ধার করা যায়নি কেন সেই সময় যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন নেহরু? সেই প্রশ্নটাই সংসদে তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবাক করা ঘটনা শুনবেন শাহের এই হুঁশিয়ারির পর পাকিস্তানের বিদেশমন্ত্রক একেবারেই চুপ। পাকিস্তানের তরফ থেকে টুঁ শব্দটাও করা হয়নি কার্যত, কিন্তু কেন? পাকিস্তান কি পাল্টা কোনও প্ল্যান করছে, নাকি মোদী-শাহের এমন আত্মবিশ্বাস পাকিস্তানের মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছে। এরইমধ্যে ভারতের বিদেশমন্ত্রক থেকে বড় বয়ান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী পরিস্কার জানিয়ে দিয়েছেন এটা নিয়ে কাউকে জবাবদিহিতা করবে না ভারত। পিওকে ভারতেরই অংশ আর এটা জলের মতো পরিস্কার। এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর নিজেদের মত বদলানোর কোনও প্রয়োজন ভারতের নেই। পাকিস্তান কি এরপরও চুপ থাকবে?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম