।। প্রথম কলকাতা ।।
গ্রীসে মোদীর ২৪ ঘন্টা নড়ে গেল পাকিস্তান। ব্রহ্মস গ্রীসকে দিতে পারেন মোদী তুর্কির কী হবে তাহলে? ৪০ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী কেন গেলেন গ্রীসে? ভারতের জন্য গ্রীস কেন এত গুরুত্বপূর্ণ নাকি উল্টোটা। ইসলামাবাদ হোক বা তুর্কি মোদীর গ্রীস সফরে সব আপডেট পুক্ষানুপুঙ্খ নোট করা হয়েছে। গেটওয়ে অব ইউরোপে পৌঁছে মোদী কতটা চাপে ফেললেন। পাকিস্তানকে? তুর্কির বড় শত্রু গ্রীস কিন্তু পাকিস্তান এত ভয়ে কেন এথেন্স থেকে কী মেসেজ দিলেন নরেন্দ্র মোদী? ১৯৮৩ সালে গ্রিস সফরে গিয়েছিলেন দেশের ততৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বর্তমান জিওপলিটিক্সকে মাথায় রেখে এবারের মোদীর সফর ছিল ধামাকার সমান গ্রীস কী তাহলে ভারতের থেকে ব্রহ্মস মিশাইল কিনতে পারে এবার? তুর্কি এই পয়েন্টটাতেই আটকে যাচ্ছে গত ৮ বছরে ৪ গুণ বেড়ে গেছে গ্রীসের সঙ্গে ভারতের বাণিজ্য এই খবরটাও এমূহুর্তে ইম্পরটেন্ট।
২০১৬-১৭ বাণিজ্য ছিল ৪১০০ কোটির ২০২২-২৩ বেড়ে ১৫০০০ কোটির হয়ে গেছে। গ্রীসের মিডিয়া রিপোর্ট বলছে ভারতের থেকে ব্রহ্মস কিনতে পারে তারা। তুর্কির সঙ্গে গ্রীসের শত্রুতার পুরোনো ইতিহাস রয়েছে। ১৯৭৪ থেকে গ্রীসের সঙ্গে জমিবিবাদ তুরস্কের সঙ্গে তুর্কি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীর নিয়ে বয়ান দেয়। আর এখন আজারবাইজানের সঙ্গে জোট করে ভারতের ক্ষতি চাইছে তুরস্ক। কাউন্টার দিল দিল্লিও কাশ্মীর ইস্যু হোক বা রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ সদাসর্বদা দিল্লির পাশে দাঁড়িয়েছে এথেন্স। তার আগেই মোদী গ্রীসের সঙ্গে আরও মজবুত করলেন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। গেটওয়ে অব ইউরোপ বলা হয় গ্রীসকে। সাউথ ইউরোপের দেশ ভারতের স্ট্র্যাটেজির পার্টনার ভুমধ্যসাগরীয় অঞ্চলে দৈত্যের মতো পাহারা দিচ্ছে গ্রীসের নৌসেনা।
সেই দেশে মোদী পৌঁছতেই তাঁকে দেওয়া হল গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার। গ্রীসের সর্বোচ্চ নাগরিকের সম্মান। বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছিলমোদীর এই গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তা ছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে। একেবারে সেটাই হল যেটা দিল্লি পরিকল্পনা করেছিল আগে। পাকিস্তানের কাছে বড় বার্তা গেল ভারতের গ্লোবাল পাওয়ার বাড়ছে গ্রীসের সঙ্গে সম্পর্ক গত কয়েকবছর ধরে হাইস্পিড ট্র্যাকে রয়েছে। তাই তুরস্ককে নিয়ে এবার লাফালাফি বন্ধ না করলে ভুগতে হবে ইসলামাবাদকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম