।। প্রথম কলকাতা ।।
Narendra Modi Joe Biden: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ওয়াইনের গ্লাস, অবাক বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবির সত্যতা জানেন? মোদী-বাইডেনের কাঁচের গ্লাসে ঠিক কোন পানীয় ছিল? মোদীর খাবারের মাঝেই পটেল ওয়াইন করে নিল স্পেশাল জায়গা। মাত্র ১৭ সেকেন্ড এক বোতল বিয়ার শেষ৷ সম্প্রতি এমন কান্ড ঘটিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে এখন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল নমো মার্কিন সফরের ছবি, সেই একগুচ্ছ ছবির মধ্যে এই একটা ছবি নিয়ে চলছে নানা কানাঘুষো। ভিডিওতে দেখা যাচ্ছে নমোর হাতে ওয়াইনের গ্লাস। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চিয়ার্স করলেন মোদী। তবে হুবহু সুরার মতো দেখতে সেই পানীয় হলে
তাতে নেই এক ফোঁটাও অ্যালকোহল মোদী ও বাইডেন দুজনের গ্লাসেই ছিল অ্যালকোহল বর্জিত পানীয় জিঞ্জার এল।
#WATCH | Prime Minister Narendra Modi and US President Joe Biden, at the State Dinner at the White House. pic.twitter.com/r0LkOADAZ6
— ANI (@ANI) June 23, 2023
কি এই জিঞ্জার এল? যা বিশেষ করে ব্যবস্থা করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর জন্য। জানা গিয়েছে মোদীর খাবারের ব্যাপারে বিশেষ নজর ছিল আমেরিকার ফার্স্ট লেডি। প্রধানমন্ত্রী মোদী নিরামিষাশী। সেই কারণেই হোয়াইট হাউসের শেফদের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। মোদীর মতো বাইডেন নিরামিষাশী না হলে তিনিও সুরাপান করেন না। তাই ‘Raising a Toast’ অনুষ্ঠানে মোদী-বাইডেনের গ্লাসে ছিল জিঞ্জার এল। জিঞ্জার এল সফট ডিঙ্ক একধরণের সফট ডিঙ্ক্রএতে সোডা মেশানো থাকে। ফ্লেভার হয় আদার অনেকে জিঞ্জার এল শুধুও পান করেন আবার অনেকে অন্য পানীয়তে মিশিয়ে। জানা গিয়েছে মোদী সুরা টাচও করেন না, এই সিদ্ধান্তে সম্মান জানিয়েই জিঞ্জার এলের ব্যবস্থা করা হয়েছিল। তবে তথ্য বলছে অতিথিদের জন্য ছিল পানীয়ের ব্যবস্থা।
সেখানেই নজর কেড়েছে ‘পটেল রেড ব্লেন্ড ২০১৯’ ওয়াইন। ভারতীয় এক পদবির সাদৃশ্য থাকার কারণে কৌতুহল বাড়ছে। শুনলে অবাকই হতে হয় এই ওয়াইন সংস্থার মালিক সত্যিই এক জন ভারতীয়। রাজ পটেল গুজরাতের ছেলেটার আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইন কোম্পানির মালিক। জৈবরসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে রাজ রবার্ট মন্ডাভি ওয়াইন কারখানায় কাজে যোগ দেন। রাজের ওয়াইন কারখানা ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালিতে এই পানীয় দু’টি বিশেষ প্রকারের আঙুরের নির্যাস থেকে তৈরি হয়। ভারতীয় মুদ্রায় এই ওয়াইনের মূল্য প্রায় সাড়ে ছ’হাজার টাকা। রাজের সেই কারখানারই অন্যতম জনপ্রিয় ওয়াইন ‘পটেল রেড ব্লেন্ড’ মোদীর জন্য আয়োজিত নৈশভোজে পরিবেশন করা হয়েছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম