।। প্রথম কলকাতা ।।
Modi & Mamata Meeting: তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর গত ৬ তারিখ কংগ্রেসের তরফে INDIA জোটের বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু বৈঠক বাতিল হয় সমন্বয়ের অভাবে। সেই বৈঠকে বিরোধীদের বেশ কয়েকজন শরিক যেতে পারবেন না বলে জানিয়ে দেন। পরবর্তী সময়ে সকলের সঙ্গে কথা বলে, দিনক্ষণ স্থির করা হবে বলে জানান শরিক নেতৃত্ব। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সেই বৈঠক হতে পারে বলে খবর মিলেছে। সূত্রের খবর ওই সময় বৈঠক হলে তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। সেসময়ই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইতে পারেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সময় মিললে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনের। এবং সেখানেই রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী। এই সম্ভাবনা ওঠার পরই রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে, তবে কি এবারই বকেয়া জট কাটবে?
উল্লেখ্য, কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে বাংলার বকেয়া নিয়ে । সেই সংঘাত শেষ করতে কেন্দ্র এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চায়। দিল্লিতে রাজনৈতিক মহলের খবর, লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমনটাই পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিং। কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের পাওনা টাকাও আটকে রাখার অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার ও শাসক দল৷ বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। বকেয়া আদায়ে দিল্লি, কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নাও হয়েছে। কিন্তু এখনও কাজের কাজ হয়নি। আদৌ কি মিলবে বকেয়া?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম