।। প্রথম কলকাতা ।।
Narendra Modi: নবনির্মিত অযোধ্যাধাম স্টেশনের উদ্বোধন করলেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন। নীল-সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া-ছাই রঙা অমৃত ভারত অযোধ্যা স্টেশন থেকে বিপরীতমুখী গন্তব্যের দিকে যাত্রা শুরু করল। মোট ছ’টি বন্দে ভারত এবং দু’টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করেন মোদী। এই দুই অমৃত ভারতের মধ্যে একটি এসেছে বাংলার ঝুলিতেও। রাজ্যের মালদহ টাউন স্টেশন থেকে ট্রেনটি ইতিমধ্যেই তার গন্তব্য বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছে। অযোধ্যা রেলস্টেশনটিও নতুন করে সাজানো হয়েছে। সংস্কার করা হয়েছে গোটা স্টেশন।
সকাল থেকেই সাজো সাজো রব। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তবে তার আগে বছরের শেষে জমজমাট রাম নগরী অযোধ্যা। নয়নাভিরাম ধর্মপথে বর্ণাঢ্য রোড শো করেন নরেন্দ্র মোদীর। পুষ্পবৃষ্টিতে তাঁকে অভ্যর্থনা জানাতে দেখা যায় উপস্থিত সকলকে। প্রধানমন্ত্রী কনভয়ের সামনে দাঁড়িয়ে হাত নাড়েন উচ্ছ্বসিত জনতার দিকে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চতুর্দিক। এদিন সকাল পৌনে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী রোড শো শুরু করেন। বিরাট আয়োজন করা হয় এই কর্মসূচি ঘিরে।
প্রসঙ্গত, আজই প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের আগে গোটা অযোধ্যা শহর সেজে উঠছে। অযোধ্যায়র নতুন বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখবেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম