।। প্রথম কলকাতা ।।
7th Pay Commission DA Hike: পুজোর মধ্যে মোদী সরকারের বড় ঘোষণা সরকারী কর্মীদের জন্য বড়সড় চমক। কেন্দ্রীয় সরকারের এত বড় সিদ্ধান্তে কারা কারা লাভ তুলতে পারবেন? রাজ্য সরকারী কর্মীরাও কি পাবেন এই সুবিধা? ২০২৩র দুর্গাপুজো ও দীপাবলি দুটোই আনন্দের হতে চলেছে এবার সরকারী কর্মীদের জন্য। অবশেষ ঠিক হলে গেল দিন-তারিখ আর সেইদিন থেকেই সরকারি কর্মচারীরা পাবেন বর্ধিত ডিয়ে। দুর্গাপুজোর আগেই কি হাতে আসবে মহার্ঘ ভাতা বা ডিয়ের টাকা?
অবশেষে ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী বর্ধিত মহার্ঘ ভাতা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। দীর্ঘদিন থেকে আলোচনার শেষে থাকা বিষয়টি নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা। ওয়াকিবহাল মহল বলছে যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর পান সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ এর সুবিধা ভোগ করবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় ৬৩ লাখ অ্যাক্টিভ কর্মচারী ৩৭ লাখের মতো পেনশন ভোগী কর্মচারী রয়েছে যারা সরাসরি সরকারের এই সিদ্ধান্তের সুবিধা ভোগ করবেন, তাহলে কবে ঠিক হল সেই তারিখ? জানা যাচ্ছে, আগামী ২৫শে অক্টোবর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নরেন্দ্র মোদি সরকার। অর্থাৎ হিসেব অনুযায়ী দীপাবলীর আগেই সুখবর পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
এই খবর যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য সেটা নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছেন, কিন্তু কত টাকা বাড়বে এবার মহার্ঘ ভাতা যদি মন্ত্রিসভার এই বৈঠকে মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিয়ে এক লাফে প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ ভাতা পাবেন। বিগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘভাতা বৃদ্ধির জন্য নানা আন্দোলনে উঠেপড়ে লেগেছে। এবার তাদের চাহিদা পূরণ হওয়ার পালা। এক্ষেত্রে বলে রাখি অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সি শ্রীকুমার জানিয়েছেন এবার কর্মীদের ডিয়ে হবে ৪৬ শতাংশ। চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন নির্ধারিত হবে ৮ম পে-কমিশনের অধীনে পাশাপাশি, করোনা মহামারির কারণে সরকারি কর্মচারীরা যে ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত রয়েছেন তাও পরিশোধ করবে কেন্দ্রীয় সরকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম