।। প্রথম কলকাতা।।
Mizoram Election Results 2023: গতকাল হিন্দি বলয়ের তিন রাজ্য এবং দক্ষিণের এক রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে উত্তর ভারতে ল্যাজেগোবরে হয়েছে কংগ্রেস। অন্যদিকে, আজকে ফলাফল ঘোষণা হয়েছে মিজোরাম বিধানসভার। সকলের জানা বিষয়, এই রাজ্যে বিজেপি এবং কংগ্রেস, উভয় দলই তুলনামূলক ভাবে দুর্বল। এই আবহে এই রাজ্য দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম। পূর্ব মিজোরামের প্রায় গোটাটাই দখল করেছে জোরাম পিপলস মুভমেন্ট। এদিকে পশ্চিম মিজোরামের প্রায় পুরোটাই দখল করেছে এমএনএফ। জোরাম পিপলস মুভমেন্টের দখলে মিজোরামের ২৭ আসন।
আজ সকালেই গণনার শুরুতেই যার ইঙ্গিত মিলেছিল। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইজলের কুর্সিতে বসতে চলেছেন লালডুহোমা। যিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী বাহিনীর প্রাক্তন প্রধান। পরবর্তীতে পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে লোকসভার সাংসদ হন লালডুহোমা। প্রদেশ কংগ্রেস সভাপতিরও দায়িত্ব পান তিনি। যদিও সাংসদ হওয়ার পরের বছরই কংগ্রেসের সঙ্গে তিক্ততা তৈরি হওয়ায় দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালথানহাওলার সঙ্গে সংঘাতের জেরে কংগ্রেস ছেড়ে প্রথমে মিজো ন্যাশনাল ইউনিয়ন গড়েন লালডুহোমা। পর্যায়েক্রমে ধাপে ধাপে প্রথমে পিপলস কনফারেন্স তারপর এমএনএফ এবং পরবর্তীতে লালডুহোমা তৈরি করেছিলেন জোরাম ন্যাশনালিস্ট পার্টি (জেডএনপি)।
মিজোরামে প্রথমবার নির্বাচনে লড়ে ২০১৮ সালে ৬ টি আসনে জিতেছিল জেডপিএম (Zoram People’s Movement)। আর এবারে ৪০ টির মধ্যে ২৭ টি আসন জিতেছে তারা। ক্ষমতাসীন এমএনএফ এর দখলে ১০ আসনে। অন্যদিকে, কংগ্রেস জিতেছে ১ টি ও বিজেপি ২ টি আসনে । এককথায় বলা যায়, স্থানীয় বিভিন্ন ইস্যুকে সামনে তুলে এনে কংগ্রেস, বিজেপি ও ক্ষমতাসীন এমএনএফের (Mizo National Front) বিরুদ্ধে লড়াইয়ে নেমে প্রবলভাবে সফল জেডপিএম।
মিজোরামের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন লালডুহোমা। তিনি জিতেছেন সেরচিপ আসনে (Serchhip Constituency)। মিজোরামের সম্ভাব্য ভাবী মুখ্যমন্ত্রী লালডুহোমা বলেন, ‘আগামিকাল অথবা তার পরে কোনও একদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানানো হবে। চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম