।। প্রথম কলকাতা ।।
দিনটা ছিল ৯ই জুন ঐদিন জি বাংলায় শেষ সম্প্রচার হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের।উচছে বাবু আর মিঠাই রানির জুটি টিভির পর্দায় ইতি টানতেই মন খারাপ হয়েছিল এই সিরিয়ালের দর্শকদের। ধারাবাহিক শেষ হওয়ার প্রায় পাঁচ মাস কেটে গিয়েছে তবুও মনোহারা পরিবারের প্রতিটি চরিত্র দর্শকদের স্মৃতিতে একেবারে তাজা। এর মাঝেই মিঠাই দর্শকদের জন্য এসে গেল দুর্দান্ত খবর। বলা যেতে পারে দীপাবলিতে ছোট পর্দার দর্শককে বাম্পার উপহার। আর সেটি হলো জি বাংলায় শুরু হচ্ছে মিঠাইয়ের পুনঃ সম্প্রচার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন উচ্ছে বাবু আর মনোহারার পরিবারের সদস্যদের নিয়ে ফিরছে সকলের প্রিয় মিঠাই রানি। দর্শকরা তো উচ্ছ্বসিতই কিন্তু যারা মিঠাইতে অভিনয় করেছিলেন তাদের টিভির পর্দায় আবারও দেখা যাবে। তাদের অনুভূতি কেমন তারা কি বলছেন সব জানাব আজ আপনাদের আমরা।
মিঠাই সিরিয়ালে অন্যতম চরিত্রে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের অর্পিতা আমাদের জানান তার ভীষণ মজা লাগছে। যেখানে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে রিপিট টেলিকাস্ট হবে মিঠাইয়ের এটাই সবচেয়ে আনন্দের বিষয় এখন পর্যন্ত মিঠাইয়ের পুরো বিষয়টাই তিনি মিস করেন। তিনি চান এই ধরনের সিরিয়াল আরো হোক। শ্রীতমা ওরফে দিয়া দর্শকরা প্রচুর ভালোবাসা দিয়েছিল চরিত্রটিকে। শেষ দিনে তার মন খারাপ ছিল। দিয়া জানান নতুন করে সিরিয়ালটি টিভিতে দেখা যাবে তাতে তিনি বেশ খুশি। কারণ শুটিং না করেই টিভিতে তাদের দেখা যাচ্ছে। তার বক্তব্য মিঠাইয়ের ফ্লেভারটাই এরকম যতবার দেখবে ততবার মানুষের ভালো লাগবে। আর আপনাদের নিশ্চয়ই বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তন্নী লাহা রায়কে মনে রয়েছে যিনি মিঠাই সিরিয়ালের।
সৌমিতৃষার পাশাপাশি নেগেটিভ চরিত্রে দারুণভাবে পরিচিতি পান। তোরষা ওরফে তন্নি আমাদের কি জানিয়েছে জানেন? অভিনেত্রী জানান নতুন করে মিঠাই শুরু হাওয়ায় সত্যি খুব ভালো লাগছে। ১৩ই নভেম্বর সোম থেকে শনি দেখা যাবে মিঠাই। ১২.৩০থেকে ১:৩০ পর্যন্ত এক ঘন্টায় দুটি করে এপিসোড দেখানো হবে। এই খবর সামনে আসতে উৎস শিত দর্শকরা। আর আপনারা দেখতেই পেলেন মিঠাইয়ের কোন সম্প্রচার কবরে স্বাভাবিকভাবেই খুশি মিঠাইয়ের অভিনেত্রীরাও।মিঠাই আবার টিভির পর্দায় দেখা যাবে বেশ কয়েকদিন ধরে ই শোনা যাচ্ছিলৎতবে এই এত তাড়াতাড়ি ফেরায়য়প্রচন্ড খুশি মিঠাইয়ের অভিনেতা অভিনেত্রীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম