।। প্রথম কলকাতা ।।
Monali Thakur: অনুষ্ঠান করতে গিয়ে দুর্ব্যবহারের মুখোমুখি হলেন মোনালি ঠাকুর। আপত্তিকর মন্তব্য শুনে রেগে আগুন হলেন গায়িকা। আপনারা তো মঞ্চে শিল্পীদের পারফরম্যান্সটা দেখেন। কিন্তু শিল্পীকে সেসময় প্রচুর পরিশ্রম করতে হয়। তার মধ্যে দর্শকদের খারাপ আচরণ তাঁদের মনসংযোগে ব্যাঘাত ঘটায় অনেকটাই। শিল্পীকে যথাযোগ্য সম্মান দেওয়াটাই সব। কিন্তু বারে বারেই অসম্মানের সামনাসামনি হতে হচ্ছে শিল্পীদের। এমনটা চললে তো তাঁরা পারফরম্যান্স করার আগে দু বার ভাববেন। শুধুই অর্থ উপার্জন তাঁদের কাছে বড় কথা নয়। সবার আগে পাওয়া উচিত শিল্পীর মর্যাদা। আপনার কী মত?
সদ্যই মাতৃহারা হয়েছেন মোনালি। তার মধ্যেই ধীরে ধীরে জীবনের মূলস্রোতে ফেরার চেষ্টা করছেন। এসবের মাঝেই হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনায় রীতিমতো সোচ্চার সকলে। ভোপালের একটি কলেজে কনসার্ট চলাকালীন গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এক ব্যক্তি মোনালি ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।তা কানে আসতেই রীতিমতো অবাক হন গায়িকা। এমনকি তিনি কনসার্ট বন্ধ করে দিতে বলেন।
একের পর এক সুপারহিট গানের সম্ভার তাঁর ঝুলিতে। সেই সংগীতশিল্পী মোনালি ঠাকুর এই ঘটনায় রীতিমতো রেগে যান তিনি। ঠিক কী ঘটেছে? কনসার্ট চলাকালীন এক ব্যক্তি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মোনালি ঠাকুরের দিকে তাকিয়ে কু মন্তব্য করেন। এতেই রেগে যান মোনালি ঠাকুর। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি প্রথম বাংলা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৯ জুন ভোপালের এসএজিই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। সেখানে কনসার্টে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল। হঠাৎ করেই কনসার্ট বন্ধ করে দেন মোনালি। সকলেই অবাক। কী এমন হল!
আসলে ওই ব্যক্তির আপত্তিকর মন্তব্য শুনে রেগে আগুন হন মোনালি। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলেন, অনবরত বাজে দৃষ্টিভঙ্গি নিয়ে মন্তব্য করে যাচ্ছেন। মোনালি বিষয়টিকে মোটেই প্রশ্রয় দেননি। মোনালি ওই ব্যক্তিকে বলেন, তুমি অনেক ছোট। এই ভাবে কথা কাউকে বলা উচিত নয়। মোনালি জানান, এই বিষয়ে তিনি আওয়াজ তুলতে বাধ্য হয়েছিলেন। তাই যখনই তিনি সুযোগ পেয়েছেন কথা বলেছেন বিষয়টি নিয়ে। এই ঘটনার পর পরিস্থতি একটু শান্ত হলে মোনালি ঠাকুরের কনসার্ট আবার শুরু হয়। আবারও তিনি একের পর এক ধামাকাদার গান গাইতে শুরু করেন। তবে অভিযুক্ত ওই ব্যক্তি এই বিষয়ে দাবি করেন, তিনি কেবল মোনালির নাচের স্টেপ নিয়ে মন্তব্য করেছিলেন। আপত্তিকর কিছুই বলেননি।
মোনালি ঠাকুর হলেন একজন জাতীয় পুরস্কার বিজয়ী গায়িকা। তিনি অনেক হিট গান গেয়েছেন। যার মধ্যে ‘ইয়ে মোহ মোহ কে ধাগে’, ‘সাওয়ার লু’ এবং ‘জরা জরা টাচ মি’-এর মতো গান রয়েছে। অনেক রিয়্যালিটি শো-এর বিচারকও তিনি। একজন শিল্পীর প্রতি এই আচরণে ক্ষুব্ধ সকলেই। অনেকেই সামাজিক মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আপনাদের কি মত? এরকম ঘটনা হওয়া কি উচিত? অবশ্যই জানাবেন কমেন্ট করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম