।। প্রথম কলকাতা ।।
Gold Recovery: কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। দুজন ভারতীয় বিমান যাত্রীর কাছ থেকেই সোমবার এই সোনা উদ্ধার করা হয়। তাঁরা দুবাই থেকে ফিরছিলেন। কলকাতা বিমানবন্দরে ওই দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে শুল্ক দফতরের আধিকারিকরা। তল্লাশি চালানোর পরেই তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনার বার। অভিনব কায়দায় জুতোর মধ্যে সোনা লুকিয়ে দুবাই থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তবে পাচারকারীদের পরিকল্পনা বানচাল করল শুল্ক দফতরের আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে ওই দুই বিমানযাত্রীকে।
এই সময়ে প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুই বিমানযাত্রী রবিবার রাত দুটো নাগাদ এমিরেটসের বিমানে চড়েছিলেন। এরপর দুবাই থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন তাঁরা। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁরা এসে পৌঁছান কলকাতা বিমানবন্দরে। গ্রিন চ্যানেল দিয়ে টার্মিনালের বাইরে যখন তাঁরা বের হচ্ছিলেন সেই সময় তাদের হাঁটা চলা কিছুটা অস্বাভাবিক মনে হয় এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মীদের। যদিও প্রথমদিকে বিষয়টি তাদের পা কিংবা জুতোর সমস্যা বলে মনে করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই ভুল ভাঙে আধিকারিকদের।
ওই দুই বিমান যাত্রীর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০০ গ্রাম সোনার বার। সেই সোনা গুলি তাঁরা দুবাই থেকে পায়ের মোজার মধ্যে এবং অন্তর্বাসের ভেতরে লুকিয়ে এনেছিলেন। শুল্ক দফতরের আধিকারিকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া ওই সোনার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটির উপরে। দুই বিমান যাত্রীকে আটক করে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করেন শুল্ক দফতরের আধিকারিকরা। কলকাতায় এই সোনা কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের সঙ্গে পাচার চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করছে শুল্ক দফতরের আধিকারিকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম