।। প্রথম কলকাতা।।
Bhagvat Geeta: “যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥ পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥” আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে উচ্চারিত হবে এই শ্লোক। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’-এর প্রতিনিধিরাও। চিঠি দিয়ে গিনেস বুক-এর তরফ থেকে জানানো হয়েছে, তাদের পাঁচ প্রতিনিধি উপস্থিত থাকবেন সেইদিন। মূলত কোন বিষয়গুলি দেখা যাবে সেইদিন ? চলুন জেনে নেওয়া যাক..এর মধ্যে উল্লেখযোগ্য হল :-
১) লক্ষাধিক কন্ঠে এই প্রথমবার গীতাপাঠ করা হচ্ছে
২) ২০ হাজারের বেশি শঙ্খ একসঙ্গে বাজানো হবে
৩) কাজি নজরুল ইসলামের গান এক লক্ষ কন্ঠে গাওয়া হবে
৪) ব্রিগেডে একসঙ্গে দেড় হাজারের বেশি সাধু সন্ত উপস্থিত থাকবেন
৫) বাংলার এই গীতাপাঠ বিশ্ব রেকর্ডের তকমাও পেতে পারে
আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসছে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। থাকছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত জন। ব্রিগেডে সেদিনের মূল অনুষ্ঠান গীতাপাঠ। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে থেকে পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়ে কিছু বলতে পারেন। তবে মূল আশীর্বাণী দেবেন দ্বারকা মঠের শংকরাচার্য।
বাংলায় দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারিটা ছিল সময়ের অপেক্ষা। সেটাও কিনা একেবারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে। যেটা শুরু হচ্ছে ব্রিগেড দিয়ে। মোদ্দা কথা লোকসভা নির্বাচনের আগে বড় ধামাকা বাংলার মাটিতে। ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কারণ অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের মতো সংগঠনগুলি একসঙ্গে এই গীতাপাঠের আয়োজন করেছে। লোকসভা নির্বাচনের মুখে ব্রিগেডে ঘটা করে গীতাপাঠ বিজেপিকে মানুষের মন জয়ের ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম