।। প্রথম কলকাতা ।।
Kolkata Metro: নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ বিলম্বিত। অর্থাৎ নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর প্রজেক্ট পিছিয়ে গেল আরও এক বছর। ২০২১ সালে এই প্রজেক্টের কাজ শুরুর পর থেকেই পর পর বাধায় জর্জরিত প্রজেক্ট। মূল সমস্যা হল, হজ হাউজ থেকে কৈখালি ক্রসিং পর্যন্ত ৪৫০ মিটার জায়গা ও চিনার পার্ক থেকে হলদিরাম পর্যন্ত ৩৪ মিটার জায়গা নিয়ে।
জানা যাচ্ছে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ শেষ হতে আরও একবছর লেগে যেতে পারে। আপাতত অনুমান ফলে তা শেষ হতে ২০২৫ সাল হয়ে যেতে পারে। নেপথ্যে রয়েছে জমি জট। এমনটাই খবর রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড সূত্রে।
উল্লেখ্য, গত মার্চ মাসে নবান্নে জমি জট কাটাতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, নির্মাণকারী সংস্থা RVNL, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং সিইএসসির আধিকারিকরা। সেই বৈঠকের পর জমি জট কাটবে বলে মনে করা হলেও , এখনো পর্যন্ত্য ফলপ্রসূ হয়নি।
নিউ গড়িয়া-এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর এই লাইনকে বলা হচ্ছে অরেঞ্জ লাইন। এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। তার মধ্য়ে ৫.৪ কিলোমিটারে মেট্রো চালুর জন্য অনুমতি মিলেছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে দীর্ঘদিন ধরেই প্রস্তুত হয়েও যাত্রী পরিষেবা শুরু করা যায়নি । নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই লাইনের প্রথম দফা অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইন একেবারে প্রস্তুত। তবে, এখনই চালু করা যাচ্ছে না অরেঞ্জ লাইন। জমি জটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম