।। প্রথম কলকাতা ।।
Kolkata Metro : মঙ্গলবার আচমকাই দুপুরের দিকে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। কারণ হিসেবে জানা যায়, এদিন রবীন্দ্রসদন স্টেশনে (Rabindra Sadan Station) যান্ত্রিক ত্রুটির ফলে একটি মেট্রো থেমে যায়। তখন ঘড়ির কাঁটায় সময় দুপুর একটা। যাত্রীদেরকে নামিয়ে খালি মেট্রো (Metro) নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। নোয়াপাড়া স্টেশনে ওই খালি মেট্রো নিয়ে যাওয়ার পথে আরও একবার সেটি আটকে যায়। ফলে কবি সুভাষগামী মেট্রো বেশ কিছুক্ষণ ধীর গতিতে চলার পরেও একসময় পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
আপ এবং ডাউন লাইনের পরপর আটকে থাকা মেট্রো গুলির চাকা অবশেষে প্রায় ৪৫ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে গড়ায়। যদিও বর্তমানে মেট্রো চলাচল শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ সেটি আটকে থাকার কারণে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছে। মূলত কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরগামী মেট্রো গুলি চলাচলের সময়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই মেট্রো বিভ্রাটের কারনে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদেরকে। বাধ্য হয়ে মেট্রোরেল কর্তৃপক্ষকে পরিষেবা (Metro Service) বন্ধ করে দিতে হয় একসময়।
তবে তাঁরা যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করতে থাকেন। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় আপ লাইনে রেক ঘোরানো না গেলে কবি সুভাষের দিকে সেটি নিয়ে যাওয়া যাচ্ছিল না। যার কারণে আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল। যদিও দুপুর ১: ৫০ মিনিট নাগাদ ফের মেট্রো চলাচল শুরু হয় । কিন্তু তা পূর্ব নির্ধারিত সময়ে চলা সম্ভব হয়নি । যেহেতু মাঝে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট মেট্রো আপ এবং ডাউন লাইনে বন্ধ ছিল তার কারণে প্রত্যেকটি মেট্রোই তার সিডিউল করা টাইম থেকে কিছুটা পিছিয়ে আসে। কিছু সময়ের মধ্যে পরিস্থিতি ফের স্বাভাবিক হবে বলেই জানানো হয়েছে। মূলত একটি মেট্রো রেকের ব্রেক খারাপ হয়ে যাওয়ার কারণে এই গণ্ডগোল শুরু হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম