।। প্রথম কলকাতা ।।
গত কয়েক দিন মেসির দলবদল নিয়ে কী জল্পনাকল্পনাটাই না হলো! তবে সব জল্পনার অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির সঙ্গে ‘চুক্তি সম্পন্নের কাজ এখনো শতভাগ শেষ হয়নি। পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে অফিশিয়ালি ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সব কিছুর মাঝে একটাই প্রশ্ন কত টাকা খরচ করে মেসিকে নিচ্ছে ক্লাব ? জানা গিয়েছে, রোনাল্ডোর থেকে দ্বিগুণ বেশি টাকায় ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি । জানা গিয়েছে, আমেরিকার মেজর লিগ সকারে প্রতিটি দলে তিন জন করে ফুটবলার নেওয়া যায়, যাঁদের মধ্যে এক জনকে সরিয়ে মেসিকে নেওয়া হবে। সব শেষে জেনে রাখা ভালো মেসিকে দলে নিতে প্রায় ১২৩৮ কোটি টাকা খরচ করতে চলেছে মায়ামি। রোনাল্ডোকে দলে নিতে আল নাসের খরচ করেছিল ৬৪১ কোটি টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম