।। প্রথম কলকাতা ।।
Weather update: কুয়াশার চাদরে মোড়া সকালে
ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা নামার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের পর থেকে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার সকালে কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বজায় রয়েছে।
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ রয়েছে।আগামী ৪-৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরের বাতাসের গতিপথ বর্তমানে সাগর অভিমুখী। এর ফলে উত্তর পশ্চিমের শীতল বাতাসে কোনো বাধার সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমছে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েক দিন। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে শীতের ইনিংস চলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম