।। প্রথম কলকাতা ।।
Bidhannagar : পাড়ার মধ্যেই থানা বরং বলা ভালো থানার আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন পাড়াতে। দুয়ারে সরকারের মতো এবার একেবারেই বাড়ির দোরগোড়ায় পুলিশের পরিষেবাও মিলছে সল্টলেকে। যা স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। তবে এই উদ্যোগ বিধান নগর কমিশনারেটের। নাগরিকবৃন্দের অভাব অভিযোগ শুনতে এবার পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে এমন অভিনব উদ্যোগ। পাড়ার মধ্যেই এলাকাবাসীদের সঙ্গে হবে সমস্যা নিয়ে আলোচনা আর তারপর তৎক্ষণাৎ হবে কাজ।
‘আপনার পাড়ায় আপনার থানা’ বিধান নগর কমিশনারেটের এই উদ্যোগে প্রতিটি এলাকায় বিভিন্ন অভিযোগ শুনতে পৌঁছে যাচ্ছেন খোদ পুলিশ আধিকারিকরা। ওই বৈঠকে থাকছেন নির্দিষ্ট এলাকার থানার ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর থেকে ডিসিও। তাঁরা কথা বলছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাদের সমস্ত অভিযোগ শুনছেন। গতকালই সল্টলেক এর বিএফ এবং সিএফ ব্লক এর বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ উঠে আসে বিভিন্ন রকমের
কেউ জানান, মধ্যরাতে বাড়ির সামনে অচেনা যুবক-যুবতীরা গাড়ি পার্ক করে দিচ্ছে দেদার আড্ডা, চলছে মদ্যপান। প্রতিবাদ করেও বিশেষ কোনো লাভ হয়নি। আবার কখনও মাঝরাতে বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যাচ্ছে দুজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছেন তাদের চাল চলন অত্যন্ত সন্দেহজনক বলেই দাবি বাড়ির মালিকের । এমনকি দুপুরে বারান্দায় শুকোতে দেওয়া জামাকাপড় পর্যন্ত বিকেলে উধাও হয়ে যাচ্ছে।
সল্টলেকের বিভিন্ন ব্লকের বাসিন্দাদের এই অভিযোগ শোনার পর পুলিশের তরফ থেকে জানানো হয়, এই এলাকাগুলিতে পুলিশি নজরদারি রয়েছে । কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। কাজেই স্থানীয় বাসিন্দাদের সুরক্ষাকে আরও কয়েকগুন বাড়িয়ে দিতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করবেন তাঁরাও। পার্কিং সংক্রান্ত বেশ কিছু অভিযোগ উঠে এসেছে তাদের কাছে। যা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। বিধান নগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগে খুশি নাগরিকরা। তাদের আবেদন এই পরিষেবা যাতে বন্ধ না হয়। নাগরিকদের সুবিধা-অসুবিধায় এইভাবে পুলিশকে পাশে পেলে পুলিশের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে উঠবে আরও বন্ধুত্বপূর্ণ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম