।। প্রথম কলকাতা ।।
এমবাপেকে আটকানোর ছক কষছে ডেনমার্ক। বর্তমান যুগের সেরা স্ট্রাইকারদের অন্যতম তিনি। বল নিয়ে দৌড়, তাঁর ক্ষিপ্রতা, গোল করার দক্ষতা দুর্বিষহ করে তোলে বিপক্ষে দলকে। চলতি মরসুমে দুরন্ত ছন্দেও রয়েছেন এই পিএসজি তারকা। বিশ্বকাপের আগে চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন কন্তে, পগবা ও বেনজেমার মতো তারকারা। তাই ফারসিদের একমাত্র ভরসা যে এমবাপে তা বলাই যায়। তাঁকে ঘিরেই ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের অভিযানটা অবশ্য খারাপ করেনি ফ্রান্স। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তাঁরা। ম্যাচে গোল পেয়েছেন এমবাপে। এছাড়াও ফ্রান্সের জয়ের অন্যতম নায়ক জিরুদের সঙ্গে আক্রমণের চমৎকার পসরা সাজিয়েছিলেন। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার কাছে আটকে গেছে ডেনমার্ক। গোলশূন্যভাবে ম্যাচ শেষ করেছে ড্যানিশরা। তাই ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে মরিয়া ডেনমার্ক কোচ কাসপের হিউমান্দ। যদিও ডেনমার্কের বিরুদ্ধে ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম একদমই ভালো নয়। উয়েফা নেশন্স লিগে দুই ম্যাচেই পরাজিত হয়েছে ফরাসিরা।
বিশ্বফুটবল ডেনমার্ককে চেনে ড্যানিশ ডিনামাইট নামে। যদিও এই নাম তাদেরই দেওয়া। যেকোন সময় বড় অঘটন ঘটিয়ে দিতে সক্ষম ডেনমার্ক। ড্যানিশদের সেই ঝলক আমরা আগেও দেখেছি। আর তাই ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে জানিয়ে দিলেন ফ্রান্সকে তাঁরা ভয় পাচ্ছে না। আর এমবাপেকে তো নয়ই। এমবাপের জন্য নাকি আলাদা পরিকল্পনাও করে রেখেছেন তিনি। হিউমান্দ বলেন, আমার মনে হয় না, ভয় পাওয়া ভালো কিছু হবে। তাকে থামানোর পরিকল্পনা আছে। ম্যাচে তার প্রভাব কমিয়ে রাখার পথ নিয়ে ভাবছি। আমরা চাই না, সে তার ঝলক দেখাক।”