।। প্রথম কলকাতা ।।
ByteDance: অ্যামাজন, মেটা, টুইটারের পর এবার বাইটড্যান্সে কর্মীদের মানসিকভাবে প্রস্তুতি থাকার পরামর্শ দেওয়া হল। কারণ এখানে হবে গণছাঁটাই। নতুন বছরের শুরুতেই চীনের (China) এই কোম্পানির কর্মী ছাঁটাই সংবাদে রীতিমত চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। ৫ই জানুয়ারি, বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্টের (South China Morning Post) একটি প্রতিবেদনে জানানো হয়েছে, টিকটকের (TikTok) মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স (ByteDance) তাদের কর্মীসংখ্যা কমাতে চলেছে।
গত বুধবার যুক্তরাষ্ট্র ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে প্রায় ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। এছাড়াও গত বছরের নভেম্বরে এই প্ল্যাটফর্মে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। এক্ষেত্রে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের একটি নোট পাঠিয়েছেন। তিনি এই পরিস্থিতির কারণ হিসেবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাকে দায়ী করেছেন। মূলত অ্যামাজনের মানবসম্পদ বিভাগ এবং অ্যামাজন স্টোরসের কর্মীদের বেশি সংখ্যক ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে, এলন মাস্কের হাতে যেদিন টুইটারের ক্ষমতা গিয়েছে সেদিন থেকেই মাইক্রো ব্লগিং কোম্পানিগুলিতে একের পর এক ছাঁটাইয়ের খবর আছে। যার ফলে গোটা বিশ্বজুড়ে জোড় জল্পনা শুরু হয়েছে। চীনের এই বাইটড্যান্স কোম্পানির অ্যাপ এক সময় ভারতেও চালু ছিল। কিন্তু ভারত জুড়ে যখন একাধিক চীনা অ্যাপ আর কোম্পানিকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই তালিকায় পড়ে যায় বাইটড্যান্স।
নতুন বছরটি এখন বাইটড্যান্সের (ByteDance) জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের উপর জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। খরচ কমাতে ভিডিও অ্যাপ টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স একাধিক বিভাগে শত শত কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাইয়ের কারণে ৬০০ মিলিয়ন দৈনিক সক্রিয় ব্যবহারকারীর পাশাপশি গেমিং এবং রিয়েল এস্টেট কার্যক্রমের কর্মীরা ব্যাপকভাবে প্রভাবিত হবেন।
বাইটড্যান্সে ছাঁটাইয়ের বিষয়টি প্রথমে চীনা মিডিয়া আউটলেট জিমিয়ান দ্বারা রিপোর্ট করা হয়েছিল। আলিবাবা গ্রুপ হোল্ডিং (Alibaba Group Holding) এবং টেনসেন্ট হোল্ডিংস (Tencent Holdings) সহ অন্যান্য চীনা ইন্টারনেট জায়ান্টগুলি ২০২২ সালে হাজার হাজার ছাঁটাই করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর ডেটা দাবি অনুযায়ী, জানুয়ারি মাস ছাঁটাই এবং ছাড়ের জন্য সর্বোচ্চ মাস হবে। অপরদিকে টেক জায়ান্ট গুগল এবং অ্যামাজন ২০২৩ সালের প্রথম দিকে হাজার হাজার কর্মী ছাঁটাই করতে প্রস্তুত। গুগল (Google) ইতিমধ্যেই গুগল রিভিউস অ্যান্ড ডেভেলপমেন্ট (Google Reviews and Development) বা GRAD নামক তার কর্মক্ষমতা রেটিং সিস্টেমের মাধ্যমে কর্মীদের মূল্যায়ন করছে। নতুন সিস্টেমের অধীনে, গুগল প্রায় ৬ শতাংশ ফুল-টাইম কর্মীদের ছাঁটাই করতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম