।। প্রথম কলকাতা ।।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আপনি? তাহলে নিশ্চয়ই বাড়িতে তোরজোর শুরু হয়ে গিয়েছে? শীতের এই মরশুমে শুভ দিন দেখে বিয়ের তারিখ ঠিক করে ফেলেন সবাই। এই সময়ে বিয়ে করলে মেকআপটাও যেমন ঠিকঠাক করা যায়, মনের ইচ্ছে মতো সাজাও যায়। ভারী বেনারসি ও অন্যান্য সাজের জিনিস গায়ে চাপিয়ে ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে না। হালকা শীতে মনের আনন্দেই নিজের বিয়েতে সাজা যায়। বিয়ের আগে থেকেই ফেসিয়াল করাতে শুরু করেন সবাই। এছাড়াও বিয়ের দিন পছন্দের মেকআপ আর্টিস্টকেও নিয়ে আসেন। যাতে কনের দিক থেকে চোখ ফেরানোর কোনও উপায় থাকে না। মেকআপে নিজের মুখের তথাকথিত খুঁত ঢেকে ফেলতেই পারেন। তবে মেকআপ আর্টিস্টের জন্য বা পার্লরে এত এত টাকা খরচ করলেই হবে না। তার আগে বাড়িতেও কিন্তু ত্বকের যত্ন নিতে হবে। মনে রাখবেন, মা-ঠাকুমারা বিয়ের আগে বাড়িতে ত্বকের যত্ন নিতেন। আর প্রত্যেকেরই সেই নিয়ম মেনে চলা উচিত। বিয়ের আগে কয়েক সপ্তাহ বাড়িতে ত্বকের যত্ন নিন। তাতে বিয়ের দিন হবু কনের ত্বকের জেল্লা দেখে কেউ মুখ ফেরাতে পারবেন না। কি কি করতে হবে?
সকালে ঘুম থেকে উঠে ও রাতে শুতে যাওয়ার আগে মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন। আপনার পছন্দের ফেসওয়াশও ব্যবহার করতে পারেন। এবার মুখে লাগিয়ে নিন টোনার। শেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।শীত, গ্রীষ্ম ও বর্ষা, সারা বছর এই সহজ স্কিনকেয়ার রুটিন মেনে চলতেই হবে। বিয়ের আগে কয়েক দিন কোনওভাবেই এই স্কিনকেয়ার রুটিন ভাঙা যাবে না।গোলাপ জল এবং অ্যালোভেরা বছরের পর বছর ধরে ঘরোয়া রূপটানে ব্যবহার হয়ে আসছে। ত্বকের বাড়তি যত্ন নেওয়ার জন্য আপনি বাড়িতে মুখে গোলাপ জল মাখতেই পারেন। গোলাপ জলের ব্যবহারে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারেন। ত্বকের পিএইচ-এর ভারসাম্যও বজায় থাকে। সারাদিনে অন্তত দুবার ব্যবহার করতেই পারেন।
অ্যালোভেরা জেলও ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এছাড়া ত্বকের যে কোনও সংক্রমণ সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মুখে সরাসরি লাগাতে পারেন অ্যালোভেরা জেল। তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ও গোলাপ জল মিশিয়েও মুখে লাগাতে পারেন।
এর পাশাপাশি বেসনের এই ফেসপ্যাক ব্যবহার করুন। ৩ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং ৩ টেবিল চামচ টক দই নিন। একটি পাত্রে সব উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে নিন। সেই মিশ্রণ মুখে, গলায় ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন৷ হাতে পায়ে বা ঘাড়ে কোথাও বেশি ট্যান পড়লে সেখানেও লাগিয়ে নিতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক। ১০-২০মিনিট মতো মুখে লাগিয়ে রেখে অপেক্ষা করুন। এটি সান ট্যান সরিয়ে মুখের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে খুব ভালো কাজে দেয়।
ত্বকের আর্দ্রতা বজায় রাখে দইয়ের ল্যাকটিক অ্যাসিড।রোদে বেরনোর সময় অবশ্যই হাতে, পায়ে ও মুখে ভালো করে সানস্ক্রিন মাখবেন। মেঘলা দিনেও সানস্ক্রিন মাখতে ভুলবেন না। মনে রাখবেন,শুধুই ত্বকের যত্ন নিলে আপনার কাজ শেষ হয়ে যায় না। আপনার স্বাস্থ্যের যত্নও নিতে হবে। সেজন্যই লাইফস্টাইলে নজর দেওয়া প্রয়োজন।পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। খাবার খেতে হবে। ফল ও সবজি আপনার ডায়েটে রাখুন। ভিটামিন, প্রোটিন সমৃদ্ধ খাবার খান। দিনের শেষে পর্যাপ্ত ঘুম আপনার শরীর ভালো রাখে। পাশাপাশি ত্বকেও তার প্রভাব পড়ে। জেল্লা হয় দেখার মতোই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম