।। প্রথম কলকাতা ।।
সিরিয়াল দিয়েই অভিনয় জগতে প্রবেশ। তারপর তিনি বড় পর্দায় সফল অভিনেত্রী। প্রথম ছবি বাংলাদেশে সুপারহিট। বাংলা সিরিয়াল নিয়ে কি বলছেন শাকিব খানের বিপরীতে প্রিয়তমায় ডেবিউ করা অভিনেত্রী ইধিকা? আদৌ কি তিনি আর বাংলা সিরিয়াল দেখেন? বাংলা সিরিয়াল মানে কি শুধুই কুটকাচালি-কি বলছেন তিনি?
এখন বড় পর্দার ব্যস্ত অভিনেত্রী ইধিকা পাল। প্রথম ছবি প্রিয়তমাতেই বাজিমাত করতে চলছেন তিনি। ভাঙতে চলেছেন বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড। বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে তিনি রঞ্জা, রিমলি নামে বিশেষ পরিচিত। সেই অভিনেত্রী কি এখন আর সিরিয়াল দেখেন? অতীতকে ভোলেননি ইধিকা। বড় পর্দার সাফল্য ভোলাতে পারেনি অতীতের দিনগুলো। এখন চোখ রাখেন ধারাবাহিকে। প্রথম কলকাতাকে একান্তে জানালেন, সুযোগ পেলেই দেখেন বাংলা সিরিয়াল।
তাঁর কথায়, অফ টাইমে বাংলাদেশে বসেও জি বাংলার সিরিয়াল দেখেছি। কেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বাংলা সিরিয়াল? ইধিকার মতে, কোথাও যেন একটা ধৈর্যচ্যূতি ঘটছে। প্রোডিউসাররা দর্শকদের ভালোভাবে চেনেন, জানেন। এতদিন ধরে কাজ করার পর হুট করে সিরিয়াল বন্ধ করে দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনও কারণ আছে তবে তাও সিরিয়াল বন্ধ হয়ে গেলে খারাপ লাগে। কারণ, হয়তো গল্পটা সবে শুরু হয়েছিল। ধারাবাহিক তো আমাদের দৈনন্দিন জীবনের নানা ঘটনার মতো একটু একটু করে এগোয়। তাই বন্ধ হয়ে গেলে মনে হয়, আহা, অনেক কিছুই তো বাকি থেকে গেল।
অনেকের মতে বাংলা মেগা সিরিয়াল মানেই কুটকাচালি, সাংসারিক নানান ঝামেলা। তবে এর সঙ্গে একমত নন ইধিকা। তাঁর উপলব্ধি, ধারাবাহিকে ভালো অনেক কিছুই দেখানো হয়। কিছু কিছু সময় ফ্যামিলি ড্রামার ভেতর ধারাবাহিক ঢুকে যায়। তাও হয় দর্শকের জন্যই। ভালো কিছু বা অন্য কিছু পর্দায় আনা হলে অনেক সময় দর্শক তা নিতে চান না। টিআরপির সমস্যা চলে আসে। অথচ ফ্যামিলি ড্রামায় ঢুকলেই টিআরপি বেড়ে যায়।
ইধিকার মতে, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই লেখককে সিরিয়াল এগিয়ে নিয়ে যেতে হয়। তাই দেখানো হয় ফ্যামিলি ড্রামা। তবে অন্য অনেক কিছুও থাকে। সব মিলিয়ে বাংলা সিরিয়ালের পক্ষেই জোর সওয়াল করলেন প্রিয়তমার নায়িকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম