।। প্রথম কলকাতা ।।
Narendra Modi Mamata Banerjee Meeting: আগামী ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিমুখী পরিকল্পনায় নিয়েও তাঁর দিল্লি যাত্রা বলে জানা যাচ্ছে। একদিকে, ইন্ডিয়া জোটের বিশেষ বৈঠক। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। এই দুই লক্ষ্যে চারদিনের দিনের রাজধানী সফরে যাবেন তিনি। কিছু সাংসদকে সঙ্গে নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান মমতা। বাংলার প্রাপ্য টাকা নিয়ে কথা বলতে চান। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী সেই সময় দিয়েছেন। আগামী সপ্তাহের দিল্লিতে মুখোমুখি সাক্ষাৎ হতে পারে দু’জনের। সব ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর বেলা ১১টায় সংসদ ভবনে সাক্ষাৎ হতে পারে মোদী এবং মমতার। হতে পারে বৈঠক।
উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে উত্তরবঙ্গ সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরেই তাঁর দিল্লি যাওয়ার তোড়জোড় শুরু হবে। আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে মোদী-মমতা বৈঠকের দিন ধার্য হয়েছে। মূলত বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া অর্থ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান মমতা। একশ দিনের কাজ, আবাস যোজনা সহ এমনিতেই বহু প্রকল্পে বরাদ্দ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়ে, শীতকালীন অধিবেশনের লোকসভায় সরব হয়েছে তৃণমূল। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না। ওদের টাকা চাই না, অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চিঠি দিয়ে সময় চেয়েছি। সময় দিলে ভাল। না হলে যা করার করব।’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম