।। প্রথম কলকাতা।।
Mamata Banerjee : আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। ইন্ডিয়া জোটের বৈঠক থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাঁর দিল্লিতে। আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের বকেয়া টাকাএবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে টাকা আটকে রেখেছে সেটা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী ২০ ডিসেম্বর সাক্ষাৎ এর দিন ধার্য করা হয়েছে।
এদিন দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু গুরুত্নপূর্ন বিষয়ে মুখ খুললেন মমতা। লোকসভায় তাণ্ডবের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন তিনি , মুখ্যমন্ত্রী জানালেন , “নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও নিরাপত্ত লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হোক। জাতীয় নিরাপত্তা নিয়ে আপসের প্রশ্ন নেই। নতুন সংসদভবনের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ললিত ঝা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি জানিয়ে দেন , ”এর সঙ্গে বাংলার কোনও যোগ নেই। ওরা বলছে তো কী? বাংলার কোনও লেনদেন নেই এর সঙ্গে। যাঁরা তদন্ত করছেন, নিরপেক্ষ তদন্ত হোক চাই আমরা। তাই আমরা কোনও উল্টোপাল্টা মন্তব্য করি না । আমরা আবোলতাবোল বকি না । যেটা বলব, দায়িত্ব নিয়ে বলব। আগে দায়িত্বশীল হই আমরা। বাংলাকে নিয়ে অপপ্রচার। বাংলা কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম