৷৷প্রথম কলকাতা৷৷
Malaysia: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম৷ প্রধানমন্ত্রীর অতীত জীবনের বিতর্কের কথা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে৷ বিশ্বের বিভিন্ন দেশে যা বৈধ মালয়েশিয়ায় এখনও তা অবৈধ৷ পাহাড়, সমুদ্র, জঙ্গল একসঙ্গে সব পাবেন এই দেশটায়৷ একবার গেলে চোখ-মন দুটোই জড়াবে৷ কিন্তু সাবধান৷ একটা কাজ ভুলেও করা যাবে না মালয়েশিয়ার মাটিতে৷ সেই দেশে যা অপরাধ বলে গণ্য হয় তার থেকে ছাড় পাননি স্বয়ং সেখানকার বর্তমান প্রধানমন্ত্রীও৷ দক্ষিণ এশিয়ার অত্যন্ত ধনী দেশ মালয়েশিয়া৷ দিন দিন যেন ফুলেফেঁপে উঠছে সম্পদ৷ কিন্তু ইদানিংকালে মারাত্নক রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল সেখানে৷ অবশেষে দেশের রাজা নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত৷
এবারের রাজনৈতিক অস্থিরতাতেও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে নাম বেছে নেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ৷ আনোয়ার আবদুল্লাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে আসছিলেন এবং শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন সফল হল৷ এএফপির রিপোর্ট বলছে রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “মালয়েশিয়ার সুলতানদের সাথে পরামর্শ শেষে রাজা সুলতান আব্দুল্লাহ আনোয়ার ইব্রাহিমকে দেশটির ১০ম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে তার সম্মতি দিয়েছেন।” তবে প্রশ্ন উঠছে কিন্তু প্রধানমন্ত্রীর জীবনের অতীত মেনে নিতে পারবেন মালয়েশিয়ার মানুষ?
মালয়েশিয়া মূলত ইসলাম প্রধান দেশ৷ আর এদেশে রয়েছে বাংলাদেশিদের রমরমা৷ এককথায় বাংলাদেশি স্বর্গরাজ্য বলা হয় মালয়েশিয়াকে৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ধর্ম, সংস্কৃতি, আবহাওয়া এমন অনেক কিছুই মিল রয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে। আর সেই মিল থাকার কারণে মালয়েশিয়ায় এসে খুব সহজে-ই নিজেদের মানানসই করে নিতে পারে বাংলাদেশিরা। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম রাজনৈতিক জীবনে তাকে দু’বার জেলে গেছেন তিনি৷ কিন্তু রাজনৈতিক এই ব্যক্তিত্বর জেলে যাওয়ার নেপথ্যের কারণ জানলে অবাক হবেন আপনি৷ সমকামীতা৷ হ্যাঁ, সমকামিতার দায়ে দোষী সাব্যস্ত হয়ে মোট ন’বছর কারাগারে কাটিয়েছেন আনোয়ার ইব্রাহিম৷
মালয়েশিয়া উন্নত দেশ হলেও ২০২২ দাঁড়িয়েও সেখানে নিষিদ্ধ সমকামীতা৷ ২০১৭ সালে বিবিসির রিপোর্ট বলছে, সমকামীতা কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ভিডিও বার্তাও দেওয়া হয়েছিল৷ বিষয় ছিল, সমকামিতা কিভাবে ঠেকানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, এর পরিণতি কি হতে পারে এবং এবিষয়ে কিভাবে সাহায্য পাওয়া যেতে পারে৷ তথ্য বলছে, মালয়েশিয়া সব ধরনের আইনে সমকামিতা নিষিদ্ধ৷ এর ফলে কারাদণ্ডও হতে পারে৷ যদিও বা নয়া প্রধানমন্ত্রীর দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভবে ফাঁসানো হয়েছিল আসলে৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম