।। প্রথম কলকাতা ।।
Malaysia Secret: মালয়েশিয়ার প্রতি এত টান কেন? সত্যি কি এখানে কাজের বাজার আছে? গেলেই মেলে চাকরি! মালয়েশিয়া একবার গেলে ফিরতে চায় না অনেকেই। চলুন আজকে গল্পে গল্পে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি মালয়েশিয়া থেকে। এই দেশের এমন কিছু ইন্টারেস্টিং তথ্য রয়েছে, যা শুনলে আপনি সত্যি অবাক হবেন।
মালয়েশিয়াকে বলা হয় মিনি এশিয়া। দেশটি নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির দেশ। রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একদম মাঝে। দেশটি বিভক্ত দুটি অংশে, পশ্চিম মালেশিয়া এবং পূর্ব মালয়েশিয়া। এই দুই অংশকে আলাদা করেছে ৪০ মাইল বিস্তৃত সমুদ্র। প্রতিবছর বাংলাদেশের প্রচুর মানুষ এখানে ঘুরতে যান, আবার কেউ বা কাজের আশায় যান। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষের বেশি বাংলাদেশি আপাতত এই দেশটিতে রয়েছেন। যদি বলা হয়, পৃথিবীর মধ্যে পছন্দের তালিকায় কোন দেশগুলো রয়েছে? তাহলে সেই তালিকার একদম প্রথম সারিতে চলে আসবে মালয়েশিয়া। আর কেনই বা হবে না? প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এর গুণ বলে শেষ করা যাবে না। এখানে মূলত একটাই ঋতু বিরাজ করে। সেটা হলো বর্ষা। মালয়েশিয়াতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার। মাঝে রয়েছে স্কাই ব্রিজ। সারা পৃথিবীর কাছে অন্যতম আকর্ষণীয় জিনিস। মালয়েশিয়ার পেনাং বলে একটি জায়গা রয়েছে, যাকে বলা হয় দেশটার ভোজন রাজধানী। এখানে পাবেন বৈচিত্র্যময় সব খাবার। তবে এই জায়গার আরো মূল আকর্ষণ হল, ট্রেন। এই ট্রেন চড়ে যেতে পারবেন পেনাং পর্বতে।
এক কথায় মালয়েশিয়া অনেকটা ছবির মত সুন্দর। সবুজ আর পাহাড়ে ঘেরা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে উন্নত এবং ধনী দেশ বলল খুব একটা ভুল হবে না। মাথাপিছু আয় বর্তমানে প্রায় মার্কিন ১০ হাজার ডলারেরও বেশি। এর উত্তরের বর্ডারে রয়েছে থাইল্যান্ড, আর দক্ষিণে সিঙ্গাপুর। দেশটার ইতিহাসও বেশ সমৃদ্ধ। জানতে গেলে আপনাকে ফিরে তাকাতে হবে প্রায় খ্রিস্টপূর্ব ৬০০০ বছর আগে। আশ্চর্য ব্যাপারটা কি বলুন তো, দেশটা কিন্তু একদিন ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৫৭ সালে স্বাধীনতার পর দ্রুতগতিতে এগোতে থাকে। অনুসরণ করতে থাকে জাপান আর চীনকে। কৃষি নির্ভরতার থেকেও বেশি জোর দেয় শিল্পায়নে। প্রচুর পরিমাণে তৈরি হয় কলকারখানা। কিন্তু দেখা দেয় শ্রমিকের অভাব। যার কারণে বিদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ আর ইন্দোনেশিয়া থেকে লক্ষ লক্ষ শ্রমিক যায় মালয়েশিয়ায়। দেশটা যেহেতু বহু জাতির, তাই এখানে খাওয়া-দাওয়া, চালচলন, পোশাক-আশাকে বিস্তর পার্থক্য। এখানে যেমন রয়েছে বিখ্যাত হিন্দু মন্দির, বিখ্যাত বুদ্ধমন্দির, তেমনি রয়েছে বিখ্যাত মসজিদও।
https://www.facebook.com/100069378195160/posts/712847757704491/?mibextid=NTRm0r7WZyOdZZsz
মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় তিন কোটিরও বেশি। মুদ্রার নাম রিঙ্গিত। মালয় দেশটার সরকারী ভাষা। যদিও মালয়েশিয়াতে আরো প্রায় ১৩০ টি ভাষা প্রচলিত। প্রাকৃতিক সম্পদের ভরপুর। বিশেষ করে কৃষি, বনজ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ। প্রচুর পরিমাণে রপ্তানি করে রাবার আর পামওয়েল। বাংলাদেশের রেমিটেন্স অর্জনের শীর্ষ তালিকায় রয়েছে দেশটা। বাংলাদেশ প্রতিবছর মালয়েশিয়া থাকে পায় মোটা অঙ্কের রেমিটেন্স। আপনি মালয়েশিয়াকে কতটা পছন্দ করেন? আপনি কি মালয়েশিয়া যেতে চান? জানান কমেন্টে।