।। প্রথম কলকাতা ।।
Makeup: সম্প্রতি তরুণ প্রজন্মের মধ্যে মেকআপের চাহিদা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। এই মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ আগ্রহী তাঁরা। মূলত নিজের সৌন্দর্যকে আরও কিছুটা বাড়িয়ে তুলতে এই মেকআপের (Makeup) সাহায্য নেওয়া হয়। তাই এতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্রসাধনী। মুখের ত্বকের উপর বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রলেপ দেওয়া হয়। একের পর এক সেই প্রলেপ চড়তে থাকে। এতে অনেকের মনেই ধারণা জন্মায় এই মেকআপ আমাদের ত্বকের ক্ষতি করে। আর তার সাথে ক্যান্সারের মতো রোগকেও ডেকে আনতে পারে। মেকআপ থেকে ক্যান্সার (Cancer) হতে পারে। এই ধারণা কতটা সত্যি ?
এর উত্তর দিয়েছেন ত্বকের বিশেষজ্ঞরাই। মেকআপ ক্যান্সারের কারণ হতে পারে এই ধারণা সম্পূর্ণ ভুল (Myth)। যদিও পূর্বে সস্তায় মেকআপ পণ্য তৈরি করার জন্য অ্যামোনিয়ার মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতো। সেগুলি অবশ্যই ত্বকের ক্ষতি করত। কিন্তু বর্তমানে এই রাসায়নিক পদার্থ গুলিকে মেক আপের যেকোনো প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। তাই সেই ভয় আর নেই। আর মেকআপ করার জন্য সবসময় ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের পণ্য বাছাই করা উচিত। তাতে দাম কিছুটা বেশি হলেও গুণমান নিয়ে কোন রকম অভিযোগের জায়গা থাকে না। কিন্তু তারপরও কিছু কিছু মেকআপ পণ্য ত্বকের অ্যালার্জির কারণ হয়ে দাঁড়াতে পারে।
যারা নিয়মিত মেকআপ করতে পছন্দ করেন অথবা তাদেরকে নিয়মিত মেকআপ করতে হয় তাঁরা অবশ্যই যে কোন পণ্য কেনার আগে নিজের ত্বকের সঙ্গে তা যাচাই করে নেবেন। পরীক্ষা-নিরীক্ষা না করে, সেই পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য না জেনে ঝোঁকের বশে কিনে বসবেন না। এই কারণেই অনেকের ত্বক লালচে হয়ে যায়। তাতে অ্যালার্জি (Allergy) দেখা দেয়, ফুসকুড়ি হয় এমনকি ইনফেকশন পর্যন্ত হতে পারে। তবে ডার্মাটোলজিস্টরা বলছেন, প্রতিদিন মেকআপ করা ত্বকের জন্য ভালো নয় । তাতে যতই ভালো পণ্য ব্যবহার করা হোক না কেন, কিছুটা সাইডএফেক্ট থেকেই যায়।
আর মেকআপ করলেও কোনভাবেই সেটি দীর্ঘক্ষণ মুখে রাখা যাবে না। ভালোভাবে পরিষ্কার করতে হবে সকল প্রোডাক্ট গুলিকে। কখনই মুখ ভর্তি মেকাপ নিয়ে রাতে ঘুমানোর কথা ভাববেন না। এর থেকে বড় ক্ষতি ত্বকের আর কিছু হতে পারে না। সর্বোপরি মেকআপ আপনাকে যে সৌন্দর্য দেবে তার থেকে অনেক গুণ বেশি স্থায়ী হল আপনার প্রাকৃতিক সৌন্দর্য (Natural Beauty)। কাজেই মেকাপের আড়ালে সেটিকে ঢেকে রাখলেও নিজের ত্বকের যত্ন নিতে কখনই ভুলবেন না। সঠিক নিয়ম মেনে ত্বকের যত্ন করে যদি মেকআপ করতে পারেন, তাহলে কোন সমস্যা দেখা দেয় না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম