।। প্রথম কলকাতা ।।
Body Butter: স্নান সেরে একবার বডি বাটার মাখলে সারাদিনে আর কোনও ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়ে না। আর বাজারে যে সব বডি বাটার পাওয়া যায়, সেগুলো দাম আকাশছোঁয়া। কিন্তু অল্প খরচে বাড়িতে বডি বাটার বানিয়ে নেওয়া খুব সহজ। ঘরোয়া এই পদ্ধতি আপনার ত্বকের জন্যেও দারুন উপকারী। আর সাইড এফেক্ট থাকার তো কোনও চান্সই নেই। ঠান্ডা পড়তে না পড়তেই দোকানে ময়েশ্চারাইজ়ার কেনার হিড়িক শুরু হয়েছে। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন রকম ময়েশ্চারাইজ়ার পাওয়া যায় বাজারে। তবে যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা সাধারণত ময়েশ্চারাইজ়ারের চেয়ে তুলনায় একটু ঘন ক্রিম ব্যবহার করতেই পছন্দ করেন। তবে ইদানীং আবার নতুন একটি প্রসাধনী এসেছে বাজারে। ক্রিমের মতোই কিন্তু ক্রিম নয়। তার চেয়ে একটু ঘন ‘বডি বাটার’। সেই বডি বাটার শুষ্ক ত্বকের পক্ষে আদর্শ।
সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিমের মধ্যে যে পরিমাণ তৈলাক্ত ভাব থাকে, তা অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য পর্যাপ্ত নয়। তা ছাড়া, সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিম, সারা দিন ব্যাপী ত্বকে আর্দ্র ভাব বজায় রাখতে পারে না। কিন্তু বডি বাটার সেই কাজটি খুব ভাল ভাবে করতে পারে। তবে এই ধরনের প্রসাধনী সাধারণত একটু দামি হয়। তাই সকলের পক্ষে কেনা সম্ভব হয় না। কিন্তু বাজার থেকে কয়েকটি উপকরণ কিনে ফেলতে পারলেই বাড়িতে কম খরচে এই বডি বাটার তৈরি করে ফেলতে পারেন। কী ভাবে তৈরি করবেন গায়ে মাখার এই বাটার?
বডি বাটারের প্রধান উপাদান হল শিয়া বাটার ও কোকো বাটার। যে কোনও ই-কমার্স সাইট থেকে এই দুই উপাদান কিনে নিন। তার সঙ্গে জোজোবা অয়েল আর আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল কিনুন। আর বাঙালির বাড়িতে নারকেল তেল তো থাকেই। এতেই তৈরি হবে বডি বাটার। শুধু জানতে হবে কীভাবে বডি বাটারটি তৈরী করবেন?
একটি বড় বাটিতে জল গরম করতে বসান। এর উপর আরেকটি বড় পাত্র বসান। অর্থাত্, বডি বাটার বানাতে আপনার ডবল বয়েলিং পদ্ধতির সাহায্য নিতে হবে। এবার ২ চামচ করে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল নিন।
এবার উপরের বাটিতে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল একসঙ্গে ঢেলে দিন। উপকরণগুলো গলে গেলে, একে-অপরের সঙ্গে মিশে যাবে। এরপর গরম জলের বাটি সরিয়ে নিন এবং মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
বডি বাটারের মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে এতে ২ চামচ জোজোবা অয়েল ও ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন। ব্যস তৈরি বডি বাটার। এই প্রক্রিয়াটি হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে। তার পর পরিষ্কার কাচের শিশিতে বাটার তুলে রাখুন।। শীতভর এটি ব্যবহার করবেন। গোটা শীত আপনার ত্বকে আর্দ্রতা জোগাবে এবং কোমল রাখবে আপনারই বানানো এই বডি বাটারটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম