।। প্রথম কলকাতা ।।
Makar Sankranti 2023: হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মকর সংক্রান্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্র একটি পার্বণ। চলতি বছরের ১৪ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি (Makar Sankranti)। এই দিন বাংলা মাস অনুযায়ী পৌষ শেষ হয়ে মাঘ শুরু হয়। কৃষিভিত্তিক অর্থনৈতিক দেশ ভারতে মকর সংক্রান্তির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মকর সংক্রান্তির উৎসব পালন করা হয়ে থাকে। উৎসব খানিকটা একই রকম কিন্তু নাম হয় আলাদা আলাদা। চলুন জানা যাক দেশের কোথায় এদিন কী কী উৎসব পালন করা হয় ।
* পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ : পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তির দিনে যে উৎসব পালন করা হয় তাকে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ (Poush Parban) অথবা নবান্ন বলা হয়। এই দিন নতুন চাল দিয়ে বিভিন্ন আচার নিয়ম পালন করা হয় । আর একই সঙ্গে তৈরি করা হয় নানা স্বাদের পিঠে। এছাড়াও রাজ্যে যে গঙ্গা সাগর মেলার আয়োজন করা হয় সেখানে স্নান করে তিল দানের রীতি প্রচলিত রয়েছে।
* খিচড়ি পরব : বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তির দিনের যে উৎসব পালন করা হয় তাকে খিচড়ি পরব (Khichri Parab) বলা হয়। এই দিন সোনা দান করার রীতি প্রচলিত রয়েছে। মহারাষ্ট্রের বিবাহিত মহিলারা তুলো, তেল এবং নুন অন্যান্য বিবাহিত মহিলাদের দান করেন এই দিনে।
* লোহরি : মকর সংক্রান্তির ঠিক আগের দিন হরিয়ানা ও পাঞ্জাবে পালন করা হয় লোহরি (Lohri)। এতে আগুন জ্বালানো হয়। সেই আগুনের চারপাশের স্থানীয় বাসিন্দারা গোল হয়ে ঘোরেন এবং লোহরির বিশেষ গান গাইতে থাকেন। এছাড়াও প্রত্যেক পরিবারের তরফ থেকে সেখানে পুজো করা হয়। কামনা করা হয় সুখ-সমৃদ্ধির এবং শান্তির। ওই পুজোর আগুনের মধ্যেই তাঁরা অর্পণ করেন মুড়ি, ভুট্টা, তিলের মত খাদ্য শস্য গুলি।
কাশ্মীরে মকর সংক্রান্তির উৎসবকে বলা হয় সায়েন ক্রান্ত (Sayen Krant)। এছাড়াও মধ্যপ্রদেশে মকর সংক্রান্তিকে সুকরাত (Sukrat) বলা হয়। ওইদিন সেখানে যেকোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করেন মানুষ। কর্নাটকে মকর সংক্রান্তিকে মকর সংক্রমনা বা ইল্লু বিল্লাহ (Illu Billah) হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিন তাঁরা তিলের লাড্ডু এবং গুড় দিয়ে অন্যান্য ধরনের খাবার তৈরি করেন। তামিলনাড়ুতে মকর সংক্রান্তিতে পোঙ্গল (Pongal) পালন করা হয়। এটিও তাদের কাছে ফসল কাটার একটি উৎসব হিসেবেই পরিচিত। এছাড়াও অসমে মকর সংক্রান্তিতে ভোগলি বিহু (Vogli Bihu) উৎসব পালিত হয় । সেখানকার মহিলারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে লোকসংগীত এবং নৃত্য পরিবেশন করেন।
দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তির বিভিন্নভাবে যে পালন করা হয় , তাতে কোনরকম সন্দেহ নেই । কিন্তু প্রত্যেকটি জায়গায় মকর সংক্রান্তির দিনে যে নিয়ম মানা হয় তা হল সূর্য দেবতার পুজো। কম বেশি সকলেই বিভিন্নভাবে সূর্য দেবতার পুজো এই দিন করে থাকেন। এছাড়াও সাধ্যমতো দান ধ্যান করার রীতি প্রচলিত রয়েছে সর্বত্রই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম