।। প্রথম কলকাতা ।।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ সংস্করণের জন্য চেন্নাই সুপার কিংসে (সিএসকে) যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন সিএসকে-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি ছবি আপলোড করা হয়েছে। যেখানে ধোনিকে একটি মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। সিএসকের লোগো সহ একটি টি-শার্ট পরে ছিলেন সিএসকে অধিনায়ক।
চেন্নাই সুপার কিংস ছবির ক্যাপশনে লিখেছেন, “থালা ধরিসনাম, অবশেষে!” ২০০৮ সালে প্রথমবার চেন্নাই সুপার কিংস দলে যোগ দেওয়ার পর ১৬তম আইপিএলে অংশ নিতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অভিজ্ঞ রোহিত শর্মার পরে আইপিএলে দ্বিতীয় সফল অধিনায়ক তিনি। যার দখলে রয়েছে চারটি আইপিএল শিরোপা। শেষবার ২০২১ সালে চেন্নাই সুপার কিংস ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে চতুর্থ আইপিএল শিরোপা ঘরে তুলেছিল।
Thala Dharisanam, finally! 🦁#DencomingDay pic.twitter.com/rQpinM3vrZ
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2023
এরপরই ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেন। ২০২২ মরসুমের মাঝপথে ধোনি অধিনায়কের দায়িত্ব নেন। চেন্নাই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে এবার ধোনির নেতৃত্বে পঞ্চম শিরোপা জয়ের জন্য ঝাঁপাবে চেন্নাই সুপার কিংস। এটাই যে ধোনির শেষ আইপিএল। ছেননসু সুপার কিংস ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।