।। প্রথম কলকাতা ।।
চালের গুড়ি দিয়ে এই ম্যাজিকাল স্কিন কেয়ারটি করুন। কোরিয়ান স্কিন পাবেনই পাবেন। ত্বক যেমন উজ্জ্বল হবে সেই সাথে দাগ ছোপ সব উঠে যাবে। রান্নাঘরে এমন অনেক উপাদান রয়েছে, যা রূপচর্চায় ব্যবহার করা হয়। কাঁচা হলুদ থেকে শুরু টমেটো, টক দই ইত্যাদি প্রায়শই মুখে মাখা হয়। কখনও ট্যান তুলতে, আবার কখনও ব্রণ দূর করতে। যদিও এখন বিশ্বজুড়ে মানুষের মধ্যে কোরিয়ান বিউটির চল বেড়েছে। আর কোরিয়ান বিউটি পেতে গেলে, ঘরোয়া উপাদান হিসেবে চালের গুড়ির জুড়ি মেলা ভার।
যে চালের গুঁড়ি আপনি পিঠে বানাতে ব্যবহার করেন, এবার সেটা দিয়েই সেরে নিন রূপচর্চা। তাও একদম কোরিয়ান স্টাইলে। তবে ব্যবহারে সঠিক পদ্ধতিটা আপনাকে জানতে হবে, সেটাই বলবো এই প্রতিবেদনে। চালের গুঁড়ো ত্বকের চিরযৌবন বজায় রাখতে সাহায্য করে। ত্বকের জেল্লা ধরে রাখে। ত্বকের দাগছোপ দূর করা থেকে শুরু করে ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে চালের গুঁড়ো। পাশাপাশি সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে এই উপাদানটি। চাইলে সান ট্যানও তুলে ফেলতে পারবেন চালের গুঁড়ো গায়ে মেখে। শুধু আপনাকে জানতে হবে, ব্যবহারের সঠিক উপায়।
তৈলাক্ত ত্বকের জন্য যদি আপনি ব্রণর সমস্যায় ভোগেন, তাহলে চালের গুঁড়োর সাহায্য নিতে পারেন। ২ চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চা চামচ মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে ঘন ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে ধীরে ধীরে ত্বকের তেলতেলে ভাব ও ব্রণর সমস্যা কমবে।
সূর্যের ক্ষতিকারক রশ্মিও ত্বকের ক্ষতি করে। মেলানিন বাড়িয়ে দেয় এবং যার জেরে হাইপারপিগমেনটেশনের সমস্যা দেখা দেয়। এই অবস্থায় চালের গুঁড়োর সঙ্গে বাদাম তেল ও গোলাপ জল মিশিয়ে ভাল মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার আপনি এই চালের গুঁড়োর ফেসপ্যাক ব্যবহার করতে পারবেন।
কোন কারনে ত্বকের উজ্জ্বলতা হারালে চালের গুঁড়ো দিয়ে রূপচর্চা করলে আপনি ফিরে পেতে পারেন সেই হারানো গ্লো। এক্ষেত্রে ১ চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু ও গোলাপ জল মিশিয়ে নিয়ে মুখে লাগালেই কাজ শেষ। এই ফেসপ্যাক আপনাকে এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাশাপাশি এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
এই টিপসগুলি ফলো করলে ত্বকের মোটামুটি সব রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কয়েকদিন ব্যবহার করেই দেখুন। দাগ ছোপ উঠে গিয়ে উজ্জ্বল হবে আপনার ত্বক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম