।। প্রথম কলকাতা ।।
Weather update: শুক্রবার সকালের দিকে শহরে হালকা শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ঘন কুয়াশা দাপটের সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে পার্বত্য এলাকার দু এক জায়গায় শিলাবৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রাজ্যের আর কোথাও বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন।
আবার অন্যদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া মুর্শিদাবাদ জেলাতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে রাজ্য জুড়ে পরিষ্কার আকাশ থাকবে। কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।আজ সকাল এবং সন্ধ্যায় শীতের (Cold) আমেজ কাল থেকে বাড়বে শহরের তাপমাত্রা। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা আজ নেমে গেল ১৬ ডিগ্রির আশেপাশে। প্রত্যাশা মতো একদিনে অনেকটা নামল পারদ। ভালেন্টাইন্স ডে তে পারদ আরো খানিকটা নামতে পারে। আগামী সপ্তাহে শীত বিদায় নেবে রাজ্য থেকে। আগামীকাল থেকে রাজ্যজুড়ে পরিষ্কার আকাশ থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম