।। প্রথম কলকাতা ।।
West Bnengal Today Weather: গত দু-তিনদিন ধরে ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে আকাশে দেখা মেলেনি সূর্যের। উল্টে মিলেছে বৃষ্টি। যার জেরে ইতিমধ্যেই শীতের পোশাক থেকে শুরু করে লেপ, কম্বল বেরিয়ে পড়েছে আলমারি থেকে। আবহাওয়া দফতরের অনুমান, এবারের শীত লম্বা ইনিংস খেলবে। পরপর দুটি ঘূর্ণিঝড়ের দাপটে বার বার শীত ঢুকতে বাধা পেয়েছে। আপাতত সেরকম আর কোনও বাধা নেই। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উত্তরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করতে শুরু করেছে। ফলে চেনা শীতের দেখা মিলতে পারে শীঘ্রই।
কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যে ঠান্ডা বাড়বে কতটা ? আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে যেটা খবর মিলেছে, আগামী তিনদিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাবে। অর্থাৎ কমবে রাতের তাপমাত্রা। পরবর্তী দু’দিনে অবশ্য রাজ্যের তাপমাত্রার কোনও হেরফের হবে না। অন্যদিকে, দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত। কালিম্পংয়ে আজকের পর আবার বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার এবং বুধবার।
কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম