।। প্রথম কলকাতা ।।
Mobile reparing: আপনি যদি মোবাইল রিপেয়ারিং ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন কোনোরকম ইনভেসমেন্ট ছাড়া। বর্তমান সময়ে এমন কোনো লোক নেই যারা বিভিন্ন ধরনের স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে না। যখন স্মার্ট মোবাইল ফোন গুলো সমস্যা দেখা দেয় তখন অবশ্যই রিপিয়ারিং সার্ভিসিং করা প্রয়োজন হয়ে দাঁড়ায়। মোবাইল পুরাতন হওয়ার পর অবশ্যই মোবাইল স্ক্রিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও স্পিকার নষ্ট হয়ে যায় টাচ কাজ করে না।
আপনি যদি মোবাইল রিপেয়ারিং এর কাজ ভালো করে করতে পারেন তাহলে অবশ্যই প্রচুর লোকেরা তাদের মোবাইল সমস্যা নিয়ে আপনার কাছে চলে আসবে। আপনি যদি সঠিক টাকার বিনিময়ে সঠিক কাজ করে থাকেন তাহলে লোকেরা বারবার আপনার কাছে মোবাইল রিপেয়ার করতে ছুটে আসবেন। ফলে আপনার জন্য হয়ে দাঁড়াবে একটি অনেক লাভজনক ব্যবসার সুযোগ।
স্মার্টফোন এখন সকলের কাছে। স্মার্ট ফোন ব্যবহারকারীদের সংখ্যা প্রত্যেক দিন বেড়েই চলেছে। কম দামি মোবাইল হোক কিংবা দামি প্রত্যেক ধরনের মোবাইলের সমস্যাগুলো প্রায় এক রকমের এবং সমস্যার সমাধানে বিপরীতে ভালো পরিমানে টাকা আদায় করা সম্ভব।
এই ব্যবসা শুরু করার আগে এই ব্যবসা নিয়ে কিছু জানা প্রয়োজন। মোবাইল সার্ভিসিং এর ব্যবসা হল একটি সেবা সম্বন্ধীয় ব্যবসা। এই ব্যবসা নামতে গেলে প্রথমেই মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে হবে। আধুনিক ও ইন্টারনেটের সময়ে মোবাইল রিপেয়ারিং এর কাজ শেখাটা কোনো বড় ব্যাপার নয়। এক থেকে দু মাসের মধ্যে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে নিতে পারেন। আবার ইন্টারনেটে সক্রিয় বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব ইত্যাদি সাহায্য নিয়ে ঘরে বসে নিজের খালি সময় কাজ শিখতে পারেন। আপনার পাশে যদি কোনো ভাল ইনস্টিটিউট থাকে তাহলে সেখান থেকেও কাজ শিখতে পারেন।
মোবাইল রিপেয়ারিং শেখার সব থেকে দ্রুত উপায় হল আপনি কোন মোবাইল রিপেয়ারিং সেন্টার বা দোকানে কিছুদিন কাজ করুন। মোবাইল রিপেয়ারিং করার কাজ শিখুন তারপর নিজের কাছে থাকা খারাপ মোবাইলগুলোকে ভালো করার চেষ্টা করুন। স্মার্ট ফোন রিপেয়ারিং এর কাজ শিখে নেওয়ার পর আপনি নিজের ব্যবসার দিকে এগিয়ে যেতে পারবেন।
এই ব্যবসাতে ইনভেস্টমেন্ট কত করতে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার জায়গার উপর। আপনি কোন জায়গায় এই মোবাইল রিপেয়ারিং বিজনেস শুরু করতে চাইছেন সেই জায়গার উপর সবটা নির্ভর করবে। আলাদা আলাদা মার্কেটে বা জায়গায় দোকান ভাড়া নিতে গেলে আলাদা আলাদা পরিমাণের টাকা দিতে হয়। মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে আপনার কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে যেগুলো কিনতে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হতেই পারে। এছাড়া দোকানে একটি টেবিল, চেয়ার অবশ্যই থাকতে হবে। মোবাইল রিপেয়ারিং ব্যবসা যেটা দেখতে অনেক সাধারন হতে পারে যদিও এই ব্যবসা থেকে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম