।। প্রথম কলকাতা ।।
প্যান কার্ড হারিয়ে গেলে চিন্তার দরকার নেই, বাড়িতে বসে ডাউনলোড করুন E PAN Card, জানুন কি করে করবেন? প্যান কার্ড এখন অন্যতম গুরুত্বপূর্ণ নথি। আয়কর রিটার্ন দাখিল করা হোক বা ব্যাঙ্ক সম্পর্কিত কোনও কাজ, প্যান কার্ড ছাড়া সবই অচল। প্যান কার্ড নম্বরে যেকোনও ব্যক্তির কর এবং বিনিয়োগ সম্পর্কিত সমস্ত ডেটা থাকে। ফলে প্যান কার্ড হারিয়ে গেলে যে অনেক সমস্যা হতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না । তবে, এমন পরিস্থিতিতে আপনি ই-কার্ডের মাধ্যমেও কাজ চালাতে পারেন।
প্যান, বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কিং পরিষেবা এবং ট্যাক্স ফাইলিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই প্যান কার্ড ব্যবহার করা হয়। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন তাতেও লাগবেও প্যান কার্ড। নতুন গাড়ি কিবেন ভাবছেন তাতেও প্যান কার্ড। নতুন চাকরিতে যোগ দেবেন তাতেও আপনার অফিস আপনার থেকে প্যান কার্ড চাইবেন। কিন্তু এই কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি একেবারেই ঘাবড়াবেন না। সব সমস্যার সমাধান থাকবেই। এই ই-প্যান কার্ড ডাউনলোড করা সবচেয়ে জরুরি।
ই-প্যান কার্ড হল অনলাইন প্যান কার্ড। এটি আপনার প্যান কার্ডের একটি ভার্চুয়াল ফর্ম। এটি হারানোর কোনও ঝুঁকি নেই। আপনার যখনই প্রয়োজন হবে যাচাইয়ের জন্য এটিকে একটি ফিজিক্যাল প্যান কার্ডের মতো ব্যবহার করতে পারবেন। বিশেষ বিষয় হল ইন্টারনেট থাকলেই আপনি কয়েক মিনিটের মধ্যেই ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন কিভাবে করবেন জেনে নিন,
১) প্রথমে ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।
২) এরপর ই ফাইলিং পোর্টালের হোমপেজে গিয়ে ই-প্যান অপশনটি ক্লিক করুন।
৩) নতুন পেজে আসলে ই-প্যান বাটনে ক্লিক করুন।
৪) এরপর নির্দিষ্ট জায়গাতে আপনার বারো সংখ্যার আধার নম্বর এন্টার করুন। তারপর চেকবক্স কনফার্ম করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
৫) এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে, এটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি আধার নম্বর ভেরিফাই করে ফেলুন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনি একটি অ্যাকনলেজ নাম্বার পেয়ে যাবেন।
তবে মাথায় রাখবেন এই কাজটা করার জন্য কিন্তু আগে থেকে প্যান নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার প্যান নম্বর এবং আধার নম্বর লিংক থাকে তাহলে আপনার প্যান কার্ডের কপি আপনি পেয়ে যাবেন। এই ই প্যান কার্ড দিয়েই আপনি আপনার যাবতীয় কাজ করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম