।। প্রথম কলকাতা ।।
IOCL Recruitment: সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিভিন্ন অঞ্চলে মার্কেটিং বিভাগের অধীনে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কর্মী নিয়োগ চলছে। প্রায় ১৭৬০ শূন্য পদ রয়েছে। চাকরির বড় সুযোগ তৈরি হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। কীভাবে এক্ষেত্রে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী থাকতে হবে, বেতন কত এই সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
পদ: টেকনিক্যাল ও নন টেকনিক্যাল। এই দুই বিভাগেই গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড।
বয়স সীমা: এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছর।
শূন্যপদ: ১৭৬০
বেতন: অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১/১৯৭৩ , অ্যাপ্রেন্টিস রুল ১৯৯২/২০১৯ অনুযায়ী প্রত্যেক কর্মীকে নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে প্রতি মাসে।
যোগ্যতা: আবেদনকারীর আইটিআই অথবা দ্বাদশ পাস বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
আবেদন শুরু এবং শেষের তারিখ: ১৪.১২.২০২২ থেকে এই পদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ০৩.০১.২০২৩ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী চাকরিপ্রার্থীরা।
আবেদন ফি: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে আবেদনের জন্য কোনরকম ফি জমা দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি: নির্দিষ্ট দিনে দেশের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পরীক্ষা কেন্দ্রে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও আবেদনকারীদের তথ্য যাচাইসহ মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদনকারীকে রেজিস্টার করতে হবে। আর তারপর নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে স্ক্যান করে প্রয়োজনীয় নথিপত্র জুড়ে দিতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম