।। প্রথম কলকাতা ।।
World Television Day: স্মার্টফোনের দৌরাত্ম্যে টেলিভিশনের জনপ্রিয়তা কিছুটা কমেছে। তবে অফিস থেকে ফেরার পর কিংবা সারাদিন কাজের পর পরিবারের বড়দের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম টিভি। যোগাযোগ স্থাপনে, বিশ্বায়নে এবং বিচিত্র সাংস্কৃতিক প্রচারে টেলিভিশনের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আজ থেকে প্রায় ২৫ বছর আগে যখন ঘরে ঘরে রঙিন টিভির রমরমা ছিল না, তখন টেলিভিশনের সঙ্গে জড়িয়ে ছিল আলাদা আমেজ। মানুষ গোল হয়ে এক জায়গায় বসে টেলিভিশন দেখতেন। এটি তখন শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, ছিল মানুষের মধ্যে আত্মিক বন্ধন গড়ে তোলার প্রিয় বস্তু। সেই টেলিভিশনকেই কেন্দ্র করে সারা বিশ্বজুড়ে প্রতিবছর ২১শে নভেম্বর পালন করা হয় বিশ্ব টেলিভিশন দিবস।
মানব সভ্যতার রীতিমত চমক লাগানো একটি আবিষ্কার টেলিভিশন। গোটা বিশ্বের কোনায় কোনায় ঘটা সমস্ত ঘটনাকে এক লহমায় আমাদের ঘরের মধ্যে এনে দেয়। টেলিভিশন হল যোগাযোগের অন্যতম শক্ত একটি মাধ্যম, যার প্রয়োজনীয়তা কোনদিনও ফুরাবে না। ইন্টারনেটের রমরমা কিংবা স্মার্টফোনের দুনিয়ায় টেলিভিশনের প্রয়োজন একটু ফিকে, কিন্তু তাও টেলিভিশনকে ঘিরে থাকা আবেগ কখনো ভোলার নয়। কোন দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পট পরিবর্তনেও টেলিভিশনের যথেষ্ট ভূমিকা রয়েছে। প্রতিবছর ২১শে নভেম্বর এই দিনটিকে কেন্দ্র করে টেলিভিশন সম্পর্কে নানান লেখালেখি হয়। এছাড়াও নানা সংস্থা টেলিভিশনের গুরুত্ব তুলে ধরতে সেমিনার, আলোচনা সভা, বক্তৃতা প্রভৃতির আয়োজন করে থাকে। ১৯৯৬ সালের ২১শে নভেম্বর সর্বপ্রথম জাতিসংঘে বিশ্ব টেলিভিশন ফোরাম অনুষ্ঠিত হয়। সেই দিনটিকে স্মরণ করে ১৭ই ডিসেম্বর জাতিসংঘ ঘোষণা করে, প্রতিবছর ২১শে নভেম্বর পালিত হবে বিশ্ব টেলিভিশন দিবস।
টেলিভিশন মূলত যোগাযোগ আর বিশ্বায়নের প্রতীক, যা আমাদের বিনোদন দেওয়ার পাশাপাশি শিক্ষা প্রদান এবং পৃথিবীর নানান প্রান্তের তথ্য সরবরাহ করে। এমনকি টেলিভিশন সাধারণ মানুষের সিদ্ধান্ত এবং মত প্রকাশেও প্রভাব বিস্তার করে থাকে। গ্রিক শব্দ টেলি মানে দূরত্ব, আর লাতিন শব্দ ভিশনের অর্থ দেখা। বাংলায় যার অর্থ দূরদর্শন। বর্তমান সময় দাঁড়িয়ে স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ প্রভৃতি খবর পরিবেশন কিংবা বিনোদন জগতে কিছুটা হলেও টেলিভিশনের জায়গা দখল করে নিয়েছে। তবে যাই হোক, মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে টেলিভিশনের যে বিশ্বব্যাপী ভূমিকা রয়েছে তা কোনদিন অস্বীকার করার নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম