।। প্রথম কলকাতা।।
Long Hair : বর্তমানে ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করলেও একটা সময় আমাদেরই মা- ঠাকুমারা ঘরোয়া উপাদান দিয়ে নিজেদের সৌন্দর্য ধরে রাখতেন । চুল থেকে শুরু করার ত্বক সব ক্ষেত্রেই যত্ন ( Hair And Skin Care) নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তেমনই বহু মেয়ের স্বপ্ন হল হাঁটু পর্যন্ত লম্বা এক গোছা চুলের। কিন্তু এই লম্বা চুল পাওয়ার জন্য দামি দামি প্রসাধনী ব্যবহার করার কোন প্রয়োজন নেই। আমাদের প্রতিদিনের ব্যবহার্য এই বস্তুই চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে।
জানলে অবাক হবেন, চুলকে মজবুত করতে এবং তার দৈর্ঘ্য বাড়াতে দারুন উপকার করে চাল (Rice)। চালের মধ্যে থাকা পুষ্টি গুণগুলি যেকোনো বড় ব্র্যান্ডের নামিদামি প্রোডাক্ট গুলিকে পেছনে ফেলে দিতে পারে। চাল ভেজানো জল ( Rice Water) অথবা ভাতের মার চুলের জন্য যে কতটা উপকারী তার অন্যতম প্রমাণ হল চীনের হুয়াংলু গ্রামের মহিলারা । কারণ এই গ্রামের নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। তাঁরা বিশ্বের সবথেকে লম্বা চুলের (Long Hair) মালিক। আর এর নেপথ্যে থাকা রহস্য জানতে চাইলে সেই গ্রামের মহিলারা জানিয়েছেন , তাঁরা চুলে কোনরকম রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না । চুল পরিষ্কার রাখতে এবং চুলের যত্নে সবসময় ব্যবহার করেন চালের জল।
* কোন কোন সমস্যায় ব্যবহার করা যেতে পারে চালের জল?
খুশকির সমস্যা, শুষ্ক ত্বক, চুল পড়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া , চুলের বৃদ্ধি না হওয়া এই ধরনের সমস্যায় অনায়াসে চাল ভিজিয়ে রেখে সেই জল স্প্রে আকারে ব্যবহার করা যেতে পারে। এর জন্য স্প্রে বোতলে চালের জল রেখে তারপরে তা চুল এবং স্ক্যাল্পে স্প্রে করা সব থেকে ভালো।
* কীভাবে ব্যবহার করবেন চালের জল ?
চালের জল কখনও অপরিষ্কার চুলে দিতে নেই । যেহেতু চুলের টোনার হিসেবে এই চালের জল ব্যবহার করা হয় তাই এটি ব্যবহার করার আগে অবশ্যই মাথায় ভালোভাবে শ্যাম্পু দিয়ে নিতে হবে। পরিষ্কার চুলের গোড়ায় এই চালের জল স্প্রে করতে হবে। সম্পূর্ণ চুলেও স্প্রে করতে পারেন। তারপর ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত সেই ভাবেই রেখে দিতে হবে । শুকিয়ে যাওয়ার পর আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এইভাবে চালের জল ব্যবহার করা গেলে নতুন করে চুল গজানো সম্ভব । আর চুলের বৃদ্ধি যে আটকে গিয়েছিল সেই সমস্যাও মিটবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম