।। প্রথম কলকাতা ।।
Shahrukh Khan at KIFF: কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে একটু দেরি করে পৌঁছেছিলেন শাহরুখ খান। অপরদিকে দর্শক আসনে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অগণিত মানুষ। মঞ্চে উঠে সবার প্রিয় বলিউড বাদশা যখন স্পষ্ট বাংলায় বললেন “কলকাতায় এসে খুব ভালো লাগছে”, মুহূর্তের মধ্যে অনুষ্ঠানের পরিবেশ খুশিতে মুখরিত হয়ে ওঠে। দর্শক আসনে অনেক ভক্তই শাহরুখের জন্য উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তারা তাদের প্রিয় বাদশাকে তো দেখতে পেলেন, তার সঙ্গে উপরি পাওনা ছিল শাহরুখ খানের গলায় বাংলা কথা।
১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার উদ্বোধন হলো কলকাতার চলচ্চিত্র উৎসবের। নক্ষত্রখচিত এই উৎসবে পদধূলি পড়েছে শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন জয়া বচ্চন সহ বহু বলিউড তারকার। সুন্দর সন্ধ্যাকে আরো জমজমাট করে তুলেছে শাহরুখ খানের উপস্থিতি। বিকেল চারটের দিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হয়। যেহেতু কোভিডের কারণে গত বছর চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়নি, তাই এ বছর তার উচ্ছ্বাসের পারদ যেন একটু বেশি।
শাহরুখ খান মঞ্চে উঠে প্রথমেই বলেন “আমি দিদিকে প্রমিস করেছিলাম যখন এখানে আসব তখনই আমি বাংলায় কথা বলার চেষ্টা করব”। তিনি নাকি রানী সুন্দরীকে পটিয়ে বাংলার স্ক্রিপ্ট লিখেছেন। যদি ভালো বলেন তাহলে যেন দর্শক এবং শ্রোতারা বাহবা দেন। প্রথমে তিনি শুরু করেন এই বলে “কলকাতা এসে খুব ভালো লাগছে, দিদি দাদা জামাইবাবু অমিতাভ বচ্চন জয়া আন্টিকে মঞ্চে দেখে খুব ভালো লাগছে। আসলে অনেকদিন দেখা হয়নি তো”। তিনি বলতে বলতে মাঝে মাঝে আবার হেসে ফেলছিলেন। হাসতে হাসতে বলেন “আর আমার প্রিয় সুন্দরী রানীকে দেখতে পেয়ে খুব খুশি”। উৎসবে দেরিতে পৌঁছেও বাংলায় কথা বলে সবার মন জয় করে নিয়েছেন শাহরুখ।
২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ প্রথমে ইংরেজি ও হিন্দিতে কথা বললেও পরে বাংলা ভাষায় কথা বলেছেন। কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছালে সেখানে ভক্তদের ভিড় জমে যায় তাকে রীতিমতো করা নিরাপত্তা বলার মাধ্যমে নিরাপত্তা রক্ষীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে আসেন। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। এছাড়াও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় রানী মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা সহ অনেকেই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয়েছে অমিতাভ বচ্চনের ‘অভিমান’ ছবি। ২০২২ এ কলকাতা চলচ্চিত্র উৎসব এ প্রায় ৪২টি দেশের মোট ১০৭৮টি ছবি দেখানো হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম