।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: চাকলার লোকনাথ মন্দিরের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন। ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। আসন্ন লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই এক গাছ কর্মসূচিকে সামনে রেখে জেলায় আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক পর্যায়ে আমরা প্রস্তুতি সেরে রেখেছি। চাকলা মন্দিরের পাশে হেলিপ্যাডে নামবেন তিনি সেখানে নেমে তিনি সড়ক পথে চাকলা মন্দিরে আসবেন। চাকলা মন্দিরে প্রবেশ করবেন, পুজো দেবেন। তারপর সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি কিছু প্রকল্প উদ্বোধন করবেন।’
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের কাজে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা লোকনাথ মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ডালা অর্কিড তৈরির জন্য খরচ হয়েছে ২০ কোটি টাকা। তবে এখনও বাকি রয়েছে ১০ কোটি টাকার কাজ। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত চলবে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম