।। প্রথম কলকাতা ।।
অটো সেল্ফ-ব্যালেন্সিং ফিচার সমৃদ্ধ Liger X নামে নতুন এক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার দেখতে চলেছে ভারতবাসী। অটো এক্সপো ২০২৩ (Auto Expo 2023) অনুষ্ঠানে এই দু চাকা উন্মোচন করবে মুম্বাই ভিত্তিক স্টার্টআপ কোম্পানি লাইগার মোবিলিটি (Liger Mobility)। আসন্ন স্কুটারটি আর পাঁচ ইলেকট্রিক স্কুটারের তুলনায় বেশ আলাদা। জানা গিয়েছে, বাজারে এটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করবে কোম্পানি। একটি Liger X এবং আরেকটি Liger X+। চালকের কাজ আসান করতে এটিতে প্রায় সব ফিচারই যোগ করা হয়েছে যা উন্নত মানের স্কুটিগুলিতে সাধারণত দেখা যায়।
Liger X ইলেকট্রিক স্কুটারের সেল্ফ-ব্যালেন্সিং ফিচার কীভাবে কাজ করে?
দুটি ভেরিয়েন্টেই এই ফিচারটি পাওয়া যাবে। এর জন্য কোম্পানিটি অটোব্যালেন্সিং প্রযুক্তি ব্যবহার করেছে। যা স্কুটারগুলিকে স্থায়ীভাবে স্টার্ট এবং কম গতিতেও চালককে স্থিতিশীল রাখার জন্য তার পা ব্যবহার না করে সোজা থাকতে দেয়। স্কুটার রিভার্স করার সময়ও এটি কাজ করে। স্কুটার চালক পূর্বনির্ধারিত গতি অতিক্রম করার পরে এই অটোব্যালেন্সিং বৈশিষ্ট্যটি রাইডার দ্বারা ম্যানুয়ালি বন্ধ করার সুযোগ পাবে।
এটি ছাড়াও এতে একটি লার্নার মোড রয়েছে, যা চালককে অটোব্যালেন্সিং বৈশিষ্ট্যের অধীনে ই-স্কুটারের সর্বোচ্চ গতি সীমিত রাখার বিকল্প দেয়। এমনকি ইলেকট্রিক স্কুটারটিতে OTA অর্থাৎ ওভার দ্য এয়ার সফ্টওয়্যার আপডেটগুলিও সাপোর্ট করে।
আরো পড়ুন: 2023 Auto Expo-তে একঝাঁক নতুন গাড়ি লঞ্চ, আপনার কোনটা পছন্দ? রইল লিস্ট
Liger X ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ও ব্যাটারি
স্কুটারটিতে রিমুভেবেল অর্থাৎ পরে বদলে নিতে পারবেন এমন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে 3 ঘন্টা সময় নেয়। এটি ফুল চার্জ হয়ে গেল রেঞ্জ দেয় 60 কিলোমিটার। আরেকটি নন-রিমুভেবেল ব্যাটারি প্যাকও রয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে সময় খরচ করে সাড়ে চার ঘন্টা। এটি ফুল চার্জে 100 কিলোমিটার রেঞ্জ দেয়। স্কুটারটির সর্বোচ্চ গতি 65 কিলোমিটার প্রতি ঘন্টা।
অন্যান্য ফিচারের ক্ষেত্রে LED হেড ল্যাম্প, LED ডে-টাইম রানিং লাইট, LED টার্ন ইন্ডিকেটর, ডিজিটাল TFT ইনস্ট্রুমেন্ট ক্লাসটার, 4G, GPS, নেভিগেশন ইত্যাদি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, ফেম-2 ভর্তুকি যোগ করার পর আনুমানিক 90,000 (এক্স-শোরুম) মূল্যে স্কুটারটি উপলব্ধ হতে পারে। স্টার্টআপ কোম্পানির দাবি চলতি বছর এটির 20 হাজার মডেল উৎপাদন করা হবে। স্কুটারটি ভারতীয় বাজারে এই বছরেই লঞ্চ করবে বলে জানা গেছে।