।। প্রথম কলকাতা ।।
LIC Recruitment: যে সকল ব্যক্তিরা চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য এবার খুশির খবর। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বহু শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে এই কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদেরকে এলআইসিতে নিয়োগের জন্য আবেদন জানাতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।
পদ: শিক্ষানবিশ ডেভেলপমেন্ট অফিসার
বয়স সীমা: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে শুরু করে ৩০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী চাকরিপ্রার্থীকে রাজ্য কিংবা কেন্দ্রের স্বীকৃতি প্রাপ্ত যে কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে।
শূন্যপদ: এলআইসিতে বর্তমানে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী শিক্ষানবিশ ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হবে মোট ৯৩৯৪ টি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আসানসোল, খড়গপুর, কলকাতা, বর্ধমান ও হাওড়াতে এই নিয়োগ হচ্ছে। একই রকম ভাবে জোরহাট, শিলচর, অসমের গুয়াহাটি এছাড়াও দেশের একাধিক রাজ্যে চলছে নিয়োগ।
নির্বাচন পদ্ধতি: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট পদ গুলির জন্য কর্মী নির্বাচন করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন্স পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষার দিন ১২ই মার্চ এবং ৮ এপ্রিল মেইন্স পরীক্ষা হবে।
আবেদন ফি: এলআইসিতে উল্লেখিত পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীকে আবেদন ফি দিতে হবে। যদি আবেদনকারী এসসি বা এসটি শ্রেণীভুক্ত হন তাহলে তাকে ১০০ টাকা ফি দিতে হবে। এছাড়া সাধারণ বিভাগের প্রার্থীদের ফি দিতে হবে ৭৫০ টাকা।
আবেদনের তারিখ: এই পদগুলির জন্য আবেদন শুরু হয়েছে ২১ জানুয়ারি থেকে আর শেষ আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
এলআইসি তে শিক্ষানবিশ ডেভেলপমেন্ট অফিসার পদে নিযুক্ত হওয়ার জন্য চাকরিপ্রার্থীরা যদি বিস্তারিত আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম