।। প্রথম কলকাতা ।।
AAP: জাতীয় রাজধানীতে ‘দুর্বল’ আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে, সোমবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার বাসভবনের চারপাশে ঘেরাও করবে AAP। ‘জি নিউজ’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া খবর অনুযায়ী, আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠক (Durgesh Pathak) বলেছেন, মহিলারা শহরে নিরাপদ নয়। তাঁর এই ধরনের মন্তব্যের পেছনে রয়েছে কারণ। সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজধানীতে। একটি গাড়ি ২০ বছর বয়সী এক মহিলার স্কুটিকে ধাক্কা মারে এবং তাঁকে টানতে টানতে দিল্লির সুলতানপুরী থেকে কাঞ্জাওয়ালা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নিয়ে যায়। এই ঘটনা কার্যত শোরগোল ফেলে দিয়েছে রাজধানীবাসীর মধ্যে।
প্রতিবেদন অনুযায়ী পাঠক একটি ট্যুইট বার্তায় বলেছেন, ‘জাতীয় রাজধানী অপরাধের শহর হয়ে উঠেছে। দিল্লিতে আমাদের বোন-মেয়েরা নিরাপদ নয়। আর LG রাজনীতি করার জন্য আইন-শৃঙ্খলার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সোমবার দুপুর ২টোয় আমরা প্রতিবাদে LG’র বাসভবন ঘেরাও করব’। অন্যদিকে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal) দিল্লির এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তি চেয়েছেন। হিন্দিতে ট্যুইট করে তিনি বলেছেন, ‘কাঞ্জাওয়ালায় আমাদের বোনের সঙ্গে যা ঘটেছে, তা খুবই লজ্জাজনক। আশা করি, দোষীদের কঠোর শাস্তি হবে’।
ইতিমধ্যে মহিলার মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়ির সঙ্গে ভিকটিমের টু-হুইলারটি ধাক্কা খেয়েছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম