।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জমি শক্ত করতে ৭ দিন ধরে সেখানে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় একাধিক সরকারি কর্মসূচি ছিল তাঁর। যেখানেই সভা করেছেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে নিজের বক্তব্য পেশ করেছেন। শুনছেন সকলের সুবিধা অসুবিধার কথা। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস যেমন করছেন, স্থানীয় বাসিন্দাদের দিকে নজর দিয়ে তাদের সুবিধার্থেই বেশ কিছু সমস্যার সমাধান করছেন তিনি। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, বহুদিন ধরে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। তা মুখ্যমন্ত্রীরও কানে এসেছে। আর তার পরই তিনি নির্দেশ দিয়েছিলেন এই দপ্তরের কাজের দিকে বাড়তি নজর দেওয়ার। আজকের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোনও কোনও BLRO জমির পাট্টা নিয়ে দুর্নীতি করছে। সরকারি উদ্যোগে এই কাজে কোনওরকম গরমিল পেলে BLRO-দের দিকেই অভিযোগের তির উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন এও বলতে শোনা যায়, আমি মুখ্যসচিবকে বলছি, এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। যে কোনও দুর্নীতিতে কোনও সরকারি অফিসার যুক্ত থাকলে ছাড়া হবে না। কড়া পদক্ষেপ নিতে হবে।”
উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির উন্নয়নে রাজ্য সরকার কী কী কাজ করেছে এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান থেকেসরকারি পরিষেবা তুলে দেওয়া হয়েছে ১২ হাজার মানুষের হাতে । জানা গেছে এদিন সভার শেষে শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম