।। প্রথম কলকাতা।।
Ankush Hazra: টলিউডের (Tollywood) অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম হল অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। বর্ধমানের ছেলে অঙ্কুশ বর্তমান সময়ে টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যেই নিজের নাম টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। আজ তাঁর জন্মদিন। অঙ্কুশের জন্মদিন যেন ডবল ধামাকা। ১৪ ফেব্রুয়ারি একদিকে Valentine Day আর অন্যদিকে তাঁর জন্মদিন। সব মিলিয়ে দিনটি তাঁর প্রতিবারই অন্যরকম ভাবে কাটে। এই বছরে অঙ্কুশ নিজের জন্মদিনে (Birthday Day) কী বিশেষ করতে চলেছেন যদিও সেই বিষয়ে খোলসা করেননি কিছু।
১৯৮৯ সালে পূর্ব বর্ধমানের বাদামতলা এলাকায় জন্ম অঙ্কুশের। পড়াশোনা বর্ধমান থেকেই। প্রথমে হলি রক স্কুল তারপর ইস্ট ওয়েস্ট মডেল স্কুল। আর পরবর্তীতে দুর্গাপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনার সুযোগ পান তিনি। কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাকে সেই ভাবে বশ করতে পারেনি। যার কারণে রূপোলি পর্দায় আজ নিজের নাম তৈরি করতে পেরেছেন অঙ্কুশ। তিনি একদিকে যেমন অসামান্য একজন অভিনেতা, অন্যদিকে টলিউডের তাবড় তাবড় অভিনেতাদের নাচের দিক থেকেও টক্কর দিতে পারেন।
বাংলা চলচ্চিত্র জগতে প্রথম তাঁর কাজ শুরু ‘কেল্লাফতে’ নামক একটি ছবি দিয়ে। এই ছবিটি ২০১০ সালে মুক্তি পায়। যেখানে তাঁর বিপরীত অভিনয় করেছিলেন রূপশ্রী। ওই ছবিটি যদিও মোটামুটি হিট ছিল কিন্তু সেখানেও তাঁর অভিনয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তারপরে এসকে মুভিজের ব্যানারে তাঁর দ্বিতীয় ছবি ‘ইডিয়েট’ মুক্ত পায়। সেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রীর শ্রাবন্তীর সঙ্গে। এইভাবে নুসরাত জাহান সহ আরও অন্যান্য টলি অভিনেত্রীদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় তাকে রূপোলি পর্দায়।
তবে আসল জীবনে তিনি বহু বছর ধরে জুটি বেঁধে রয়েছেন ঐন্দ্রিলার সঙ্গে। ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘জামাই ৪২০’, ‘আশিকী’, ‘কী করে তোকে বলব’, ‘কেলোর কীর্তি’, ‘জুলফিকার’ সহ আরও একাধিক ছবিতে মুখ্য ভূমিকায় কাজ করেছেন তিনি। সিনেমা জগতে কাজ করার সুযোগ পেয়েছেন সায়ন্তিকার, শুভশ্রী ,নুসরাত ,মিমির মতো অভিনেত্রীর সঙ্গে। রাজ চক্রবর্তী, অশোক পাতি, পীযূষ সাহা, রবি কিনাগী, রাজা চন্দ, সৃজিত মুখোপাধ্যায়, বিরশা দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন অঙ্কুশ। তাই বলাই বাহুল্য তিনি বাংলা সিনেমা জগতে জনপ্রিয় একটি নাম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম