।। প্রথম কলকাতা।।
Stamp Making Business: অফিস থেকে শুরু করে স্কুল, ক্লাব থেকে শুরু করে যে কোন ধরনের প্রতিষ্ঠানে রাবার স্ট্যাম্পের ব্যবহার ভীষণভাবে করা হয়। এমনকি প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রেও বিলে স্ট্যাম্পের জন্য এই রাবার্স স্ট্যাম্পের প্রচলন রয়েছে। অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হিসেবে দারুণ বিকল্প হল রাবার স্ট্যাম্প তৈরির ব্যবসা। আর এই স্ট্যাম্প তৈরি করার জন্য আলাদা করে আপনাকে কোন ট্রেনিং নেওয়ার প্রয়োজন হবে না। কিছুদিন বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আপনিও শিখতে পারবেন রাবার স্ট্যাম্প তৈরির পদ্ধতি। আর এই ব্যবসা আপনাকেও এনে দেবে লাভের করি।
* রাবার স্ট্যাম্পের কাঁচামাল
যেকোনো ব্যবসা শুরু করতে গেলে তার প্রয়োজনীয় কিছু কাঁচামাল তো অবশ্যই প্রয়োজন। প্রাথমিকভাবে এই ব্যবসা করতে গেলে আপনার প্রয়োজন প্রধান কাঁচামাল রাবার বা ফোম, বাটার পেপার বা ট্রেসিং পেপার, মাউন্ট ক্যাপ এবং হ্যান্ডেল, ওএইচপি শিট, কালি
* রাবার স্ট্যাম্প ব্যবসার পুঁজি
এই ব্যবসা যদি শুরু করতে হয় তবে আপনার প্রয়োজন কমপক্ষে ১০- ৩০ হাজার টাকা। কারণ এই স্ট্যাম্প তৈরি সম্পূর্ণটাই হয় মেশিনের মাধ্যমে। আর সেই তিনটি মেশিন কেনা যাবে ৩০ হাজার টাকার মধ্যেই।
* কীভাবে ব্যবসা এবং মার্কেটিং শুরু করবেন ?
১. নিজের কম্পিউটারে কোরিলরা সফটওয়্যার এর সাহায্যে আপনি স্ট্যাম্পের ডিজাইন বা লেখা তৈরি করতে পারবেন।
২. এরপর সাধারণ প্রিন্টার মেশিনের সাহায্যে ট্রেসিং পেপারের উপরে ওই ডিজাইন বা লেখাগুলিকে প্রিন্ট করে নিন।
৩. সাইজ মত সেগুলিকে কেটে নিন। যেমনভাবে ট্রেসিং পেপারের ওপরে ডিজাইন এবং লেখাগুলি কেটে নিয়েছেন সেই ভাবেই ওএইচপি শিট বা ট্রান্সপারেন্ট শিটের ওপরেও সমান করে সাইজ মত কেটে নিতে হবে।
৪. আপনার স্ট্যাম্পের আকৃতি অনুযায়ী ফোম কেটে নিন। সেটি মেশিনে ভালো করে টাইট করে দিন। বার চারেক মেশিনের লেজার স্ক্যান হওয়ার পর ফোমের ওপরে ডিজাইন বা লেখাটি সম্পূর্ণ ছেপে যাবে।
৫. অল্প একটু কালি নিয়ে ফোমটিকে মিনিট দশকের জন্য ভিজিয়ে রাখতে হবে আর তারপর ফোমের উল্টোদিকে আঠা দিয়ে মাউন্ট ক্যাপ আটকে দিন। এইভাবে খুব সহজেই তৈরি করা যাবে বিভিন্ন ধরনের স্ট্যাম্প। তবে আরো বিস্তারিত কৌশল জানতে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে নিতেই পারেন।
৬. এই ব্যবসার মার্কেটিং ভীষণ প্রয়োজন। এমন একটি এলাকায় নিজের দোকান তৈরি করবেন যেখানে বহু মানুষের আনাগোনা হবে। আর ছোট বড় ফ্লেক্স পোস্টার সবকিছুই বিজ্ঞাপন করে দিতে পারবেন সেখানে।
৭. বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করুন সোশ্যাল মিডিয়াকেও। এছাড়া অ্যামাজন-ফ্লিপকার্টে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে স্ট্যাম্প বিক্রি করতে পারবেন।
* কতটা মুনাফা দেবে এই স্ট্যাম্প তৈরির ব্যবসা ?
স্ট্যাম্প বিভিন্ন ধরনের হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে, কোন এক ধরনের স্ট্যাম্প যদি তৈরি করতে আপনার ১০০ টাকা খরচ হয় তবে সেই স্ট্যাম্পটি আপনি ক্রেতার কাছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এছাড়াও ডিজাইনের উপর নির্ভর করবে স্ট্যাম্পের দাম। এই ব্যবসায় যদি সঠিক মত মার্কেটিং করা যায় তবে একজন ব্যবসায়ী প্রতিমাসে ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম